ঈদের একরাশ শুভেচ্ছা

ঈদের একরাশ শুভেচ্ছা

ঈদুল আযহা। আত্মত্যাগের মহিমায় ভাস্বর এই ঈদ। তাই ভোগ নয়; ত্যাগই হোক এই ঈদের অন্যতম শিক্ষা।
তাই আসুন-
– পশু কুরবানির সাথে সাথে আমাদের মনের পশুত্বকে বিদূরিত করার চেষ্টা করি।
– ঈদের আনন্দে আত্মহারা হয়ে আমরা যেন আমাদের চার পাশের গরীব-অসহায় মানুষের কথাকে ভুলে না যাই।
– যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন তাঁর আরও বেশি বেশি মহত্ব ও কৃতজ্ঞতা প্রকাশ করি।

দুয়া করি, আমাদের পেছনে ফেলে আসা জীবনের সব পাপরাশি ও ব্যর্থতার গ্লানি ধুয়ে-মুছে সাফ হয়ে যাক। নতুন স্বপ্ন ও প্রত্যয় নিয়ে শুরু হোক আমাদের আগামীর পথ চলা-এই প্রত্যাশায় সালাফী বিডির সাথে সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি একরাশ ঈদ মোবারক।
আল্লাহ তায়ালা যেন আমাদের নেক আমলগুলো কবুল করেন। আমীন।

0 thoughts on “ঈদের একরাশ শুভেচ্ছা”

  1. আমার শখের কোরআন মাজীদ দয়া করে PDF করে দিবেন কি?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *