মুসলিম ব্যক্তির ধর্ম বিশ্বাস (ছবি সহ)-২
৬. প্রশ্নঃ তাওহীদুল ইলাহ্ কি? বা কাকে বলে? উত্তরঃ ইবাদাত যথা দু’আ, নযর ও শাসনের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। কোরআন হতে দলীলঃ {فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ} (سورة محمد: 19) ‘‘জেনে রাখুন, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই।’’।(সূরা মুহাম্মাদঃ ১৯) হাদীস হতে দলীলঃ «ادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ» (متفق عليه) ‘সর্ব …