১) যদি তুমি তোমার বন্ধুর সব কাজের সমালোচনা কর তবে এমন একটা সময় আসবে যখন সমালোচনা করার মত আর কোন বন্ধু খুঁজে পাবে না।
২) শুধু জ্ঞান তোমার কোন কাজ দেবে না যদি না তুমি চরিত্রের মুকুট মাথায় পরিধান কর।
৩) অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত শুকায় না।
৪) হাতে একটা চুড়োই পাখি থাকা গাছে দশটি থাকার চেয়ে ভাল।
৫) যদি চাও যে তোমার আদেশ পালন করা হোক তবে এমন আদেশ দাও যা করা সম্ভব।
৬) বক্তব্যে যদি অল্প কথায় ভাব ফুটিয়ে তুলতে সম্ভব হয় তবে সেটাই শ্রেষ্ঠ বক্তব্য।
৭) মানুষের সাথে কথা বল তাদের বুঝার ক্ষমতা অনুযায়ী।
৮) জ্ঞান যতই গভীর হয় কথা ততই হ্রাস পায়।
৯) খারাপ বন্ধুর চেয়ে একা থাকা অনেক ভাল।
১০) মিথ্যার দাপট ক্ষণস্থায়ী কিন্তু সত্যের দাপট চিরস্থায়ী।
-
জ্ঞানের কথা জ্ঞানীর কথা-২ এখানে।
we hope more and moe.I like to read this kind of topic.please always try to give us something which will bring our life very easy and comfortable.so atlast we can expect to go heaven (jannat).thanks a lot.
abdul alim sikder
সাথে থাকুন। আল্লাহ চাহে তো দ্বীন-ইসলাম অনুযায়ী জীবন পরিচালনার প্রয়োজনীয় সব কিছু পাবেন এখানে।
আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।