বই ডাউনলোড: জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা

জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা

বইটির সংক্ষিপ্ত পরিচয়

  • মূল লেখক: শায়খ মুসনেদ বিন মুহসেন আল কাহতানী
  • অনুবাদক: শায়খ জাহিদুল ইসলাম
  • পৃষ্ঠা সংখ্যা: ১০৩
  • প্রকাশনায়: জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব

লেখক এ পুস্তিকাতে জামাআতে নামাযের হুকুম-আহকাম ও প্রয়োজনীয়তা অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। বর্তমানে মুসলিম সমাজে যারা এ বিষয়ে গাফেল এবং একেবারেই গুরত্বহীন ভেবে এর থেকে দূরে আছে এবং যারা এর উপলুব্ধি করা সত্তেও দূরে থেকে পাশ কাটিয়ে যাচ্ছে। আশা করি তাদের সকলের জন্যই এ পুস্তিকাটি সহায়ক ভূমিকা রাখবে। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *