- -পৃথিবীতে এমন অনেক মানুষ আছে আপনার চেয়েও কষ্টে আছে। অত:এব, হাসি-খুশি থাকুন।
- -মুচকি হাসি হল শব্দ বিহীন কথা।
- -তোমার স্ত্রীর রুচি বোধের ত্রুটি ধর না। কারণ, তুমি তার প্রথম পছন্দ।
- -যে ব্যক্তি এক সাথে দুটি শিকার ধরার জন্য ছুটবে সে দুটিই হারাবে।
- -এক হাতে দুটি তরমুজ নেয়া যায় না।
- -পরিকল্পনা করতে ব্যর্থ হওয়ার অর্থ হল ব্যর্থ হওয়ার পরিকল্পনা করা।
- -মানুষের হৃদয় জয় করতে চাইলে তাদের উপকার কর।
- -জ্ঞান যখন পরিপক্ব হয় কথা তখন হ্রাস পায়।
- -যে অল্পে তুষ্ট থাকে সে সম্মান পায় আর যে অতি লোভ করে সে লাঞ্ছিত হয়।
আরও পড়ুন:
sobgulo porbo sehs hole pdf akare prokash korun.
Pingback: জ্ঞানের কথা জ্ঞানীর কথা-৮ | সালাফী বিডি: কুরআন-সুন্নাহর দিকে আহবান