জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার কর্তৃক আয়োজিত
১৮ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ২০১৬
তারিখ: ২৬ ফেব্রুয়ারী ২০১৬
সকাল ৮ঘটিকা থেকে সন্ধ্যা ৫:৩০ পর্যন্ত
স্থান: জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব
▼▼▼▼▼▼▼▼
সম্মেলন উপলক্ষে প্রতিযোগিতার প্রশ্নপত্র ডাউনলোড করুন এখান থেকে:
►আসসালামু আলাইকুম◄
সম্মানিত এডমিন, বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহন করা যাবে কি ?
2016-02-07 12:44 GMT+06:00 “কুরআন-সুন্নাহ আমার জান্নাতের পথ” :
> আবদুল্লাহিল হাদী বিন আবদুল জলীল posted: “জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স
> সেন্টার কর্তৃক আয়োজিত ১৮ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ২০১৬ তারিখ: ২৬
> ফেব্রুয়ারী ২০১৬ সকাল ৮ঘটিকা থেকে সন্ধ্যা ৫:৩০ পর্যন্ত স্থান: জুবাইল দাওয়াহ
> এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব ▼▼▼▼▼▼▼▼ সম্মেলন উপলক্ষে প্রতিযোগিতার
> প্রশ্ন”
>
ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
সুপ্রিয় ভাই, এই প্রতিযোগিতায় পৃথিবীর যে কোন স্থান থেকে যে কেউ অংশ গ্রহণ করতে পারবে। তাই জ্ঞানার্জনের উদ্দেশ্যে উত্তরপত্র স্ক্যান করে বা আলাদা কাগজে এটাচ করে প্রদত্ব ইমেইলে পাঠিয়ে দিন।
কিন্তু আমরা আন্তরিকভাবে দু:খিত যে, বাইরের কোন ব্যক্তি বিজয়ী হলেও তার ঠিকানায় পুরষ্কার পাঠানো সম্ভব হবে না। কেননা, পুরষ্কার পাওয়ার জন্য আমাদের প্রোগ্রামে শরীক হওয়া অপরিহার্য।
– ধন্যবাদান্তে
এডমিন, আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
এডমিন, সালামফী বিডি
পরিচালনা পরিষদ, ইসলামী মহাসম্মেলন ২০১৬
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব
quiz er ans gula kivabe dite hbe.extra paplz janaben………..
ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
সুপ্রিয় ভাই, এই প্রতিযোগিতায় পৃথিবীর যে কোন স্থান থেকে যে কেউ অংশ গ্রহণ করতে পারবে। তাই জ্ঞানার্জনের উদ্দেশ্যে উত্তরপত্র স্ক্যান করে বা আলাদা কাগজে এটাচ করে প্রদত্ব ইমেইলে পাঠিয়ে দিন।
কিন্তু আমরা আন্তরিকভাবে দু:খিত যে, বাইরের কোন ব্যক্তি বিজয়ী হলেও তার ঠিকানায় পুরষ্কার পাঠানো সম্ভব হবে না। কেননা, পুরষ্কার পাওয়ার জন্য আমাদের প্রোগ্রামে শরীক হওয়া অপরিহার্য।
– ধন্যবাদান্তে
এডমিন, আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
এডমিন, সালামফী বিডি
পরিচালনা পরিষদ, ইসলামী মহাসম্মেলন ২০১৬
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব
assalamualikom, ekhane ki internatinell desher baire theke onsho grohon korte parbe,
pl amake answer den, ame sai onsho gorohn korte but ki kore kortte hoibe
ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় বোন, এই প্রতিযোগিতায় পৃথিবীর যে কোন স্থান থেকে যে কেউ অংশ গ্রহণ করতে পারবে। তাই জ্ঞানার্জনের উদ্দেশ্যে উত্তরপত্র স্ক্যান করে বা আলাদা কাগজে প্রদত্ব ইমেইলে পাঠিয়ে দিন।
কিন্তু আমরা আন্তরিকভাবে দু:খিত যে, বাইরের কোন ব্যক্তি বিজয়ী হলেও তার ঠিকানায় পুরষ্কার পাঠানো সম্ভব হবে না। কেননা, পুরষ্কার পাওয়ার জন্য আমাদের প্রোগ্রামে শরীক হওয়া অপরিহার্য।
– ধন্যবাদান্তে
এডমিন, আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
এডমিন, সালামফী বিডি
পরিচালনা পরিষদ, ইসলামী মহাসম্মেলন ২০১৬
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব