যোগাযোগ

আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

লিসান্সঃ মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদী আরব (আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ) 

দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদী আরব

মোবাইল নং ০০৯৬৬-৫৭১৭০৯৩৬২

টেলিফোন নং ০০৯৬৬-০৩-৩৬২৫৫০০ এক্স১০১২

ফ্যাক্স নং- ০০৯৬৬-০৩-৩৬২৬৬০০

Gmail id: abuafnan12@gmail.com
https://www.facebook.com/AbdullaahilHadi

http://facebook.com/bd.salafi

Skype ID: abuafnan5

0 thoughts on “যোগাযোগ”

    1. মারহাবা, শাইখ আব্দল্লাহ আল কাফী, ভালো আছেন আশা করি। আপনার রিপ্লে পেয়ে খুশি হ্লাম। আপনার মূল্যবান মন্তব্য সহ এই সাইটের উন্নতির জন্য লিখা প্রত্যাশা করছি।

  1. abdullah shahed

    সালাফীবিডির জনক আব্দুল আব্দুল্লাহিল হাদীকে অসংখ্য ধন্যবাদ

    1. না ভাই, জনক না। আমার এটা খুব সামান্য প্রচেষ্টা মাত্র। আপনাকেও ধন্যবাদ

  2. মুহতারাম আব্দুল্লাহিল কাফী ভাই, কেমন আছেন আপনি? বহুদিন পর আপনাকে ‘সালাফী বিডি’তে পেয়ে অত্যন্ত আনন্দিত হলাম। অনেক কাজের ব্যস্ততার মধ্যে সাধ্যানুযায়ী চেষ্টা করছি ইন্টারনেটের মাধ্যমে দাওয়াতী কাজ করার। আসলে অনেক কিছু তো করা দরকার কিন্তু সেই যোগ্যতা বা সামর্থ কোথায়? আপনি মালেশিয়া ইউনির্সিটি থেকে উচ্চ শিক্ষা নিয়ে দেশে ফিরে আসুন তারপর সবাই মিলে দাওয়াতী কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।

  3. kiron hossain

    aslamokim….bai kamon asan, apnar a procsta amader onak kaza aslo allah apnaka zazakomolla kaiar deak, r amader islam bozar tofik dan amain.

    1. আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
      সালাফী বিডিতে প্রকাশিত সকল বই-পুস্তক, পোস্ট ইত্যাদি পাওয়ার জন্য আপনাকে ইমেইলে Email subsctription পাঠাচ্ছি। অনুগ্রহ পূর্বক আপনার ইমেইল চেক করে Confirmation link টিতে ক্লি করে তা কনর্ফাম করে দিন। তাছাড়া আমার ব্লগে হাতের বামে ‘৬৩টি ইসলামী বই’ নামে একটি আইকন আছে সেখানে ক্লিক করে অনেকে বাংলা ইসলামী বই সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ।


    1. আপনার ভাল লাগার কথা শুনে খুশি হলাম। সুন্দর মন্তব্য এবং ভাল পরামর্শ আমাদের চলার পথে সাহস যোগাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভাল রাখুন। আমীন।

  4. মারুফ আহমাদ

    আসসালামু ওয়ালাইকুম । খুব ভালো লাগল এরকম একটা দরকারি ওয়েবসাইট দেখে।আব্দুল্লাহিল হাদী ভাই কে অসংখ্য ধন্যবাদ ! দোয়া করি আল্লাহতালা আপনার প্রচেষ্টা কে চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমি কি আপনাকে ইয়াহু মেসেঞ্জারে অ্যাড করতে পারি? কারন তাহলে অনেক সময় অনেক প্রশ্ন থাকে যার উত্তর জানাটা আমার জন্য একটু সহজ হয়। আপনার জন্য দোয়া রইলো।

    1. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মারুফ আহমাদ ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। আমরা যেন আল্লাহ তায়ালার ভালবাসা অর্জন করে উভয় জীবনকে স্বার্থক করতে পারি সেই দুয়া করি।
      আপনার ইয়াহু মেসেঞ্জারে আমার আইডি এ্যাড করতে পারেন।

    1. ানিসুল হাক, আয়ারল্যানড

      আসস্লামুয়ালিকুম হাদিভাই খুব সুন্দর একটি সাইট মাসাল্লাহ সাহিহ হাদিসের আলোকে আল্লাহ আপনার ভাল করুন। keep it up, Jajakallah

  5. bhutan lottery te 10 lakh taka peyechi .bhutan lottery khela to goverment rules anujaye hoi tahole amar prosno ei taka ki haram ? zodi hoi to ei takar sothik mullayan ki hote pare ?ki korle ei taka babohar kara jabe?

    1. গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার আপনাকে অনেক ধন্যবাদ।
      এর উত্তর হল: এ জাতীয় লটারি নি:সন্দেহে ইসলামে নিষিদ্ধ জুয়ার অন্তর্ভুক্ত। । আর আল্লাহ তায়ালা জুয়া সম্পর্কে বলেন:
      يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
      “হে মুমিনগণ, এই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য সমূহের অন্তর্ভুক্ত। অতএব, এ গুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও।” (সূরা মাইদাহ: ৯০)

      এতে কোন রাষ্ট্রের অনুমতি থাকলেই তা বৈধ হয়ে যাবে না।
      সুতরাং এর মাধ্যমে প্রাপ্ত অর্থও নিকৃষ্ট হারাম ।

      এ অর্থ নিজে ভোগ করা বা যাদের উপর আপনার ভরণ পোষণ আবশ্যক তাদের প্রয়োজনে খরচ করা বৈধ নয়। আল্লাহ তায়ালা বলেন:
      يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ
      “হে ঈমানদারগণ, তোমাদেরকে যে সব পবিত্র রিজিক দিয়েছি সেখান থেকে খাও।” (সূরা বাকারা: ১৭২)

      তবে আপনার প্রাপ্ত অর্থ গরীব-দুখী মানুষের কল্যাণে অথবা সর্ব সাধারণের উপকারে কোন কাজে খরচ করে দিতে হবে কিন্তু এতে দান-সাদকাহ বা নেকী অর্জনের নিয়ত করা যাবে না। কারণ, রাসূল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
      إِنَّ اللَّهَ طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا
      “আল্লাহ তায়ালা নিজে পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কিছুই গ্রহণ করেন না।” (সহীহ মুসলিম, অধ্যায়: পবিত্র জিনিস থেকে দান-সাদকা গ্রহণ করা। হাদীস নং ৩২৯৩, মাকতাবা শামেলা)
      আশা করি উত্তরটি পেয়েছেন।

  6. AMAR BABA EKHON CHAKRI THEKE RETIRED HOYECHEN .TO RETIRED HOBER SOMOY JE TAKA PEYECHEN TA POST OFFICE-E M.I.S KORE DIYE CHEN .TO POST OFFICE THEKE JE SUD BABA PAN TA DIYE AMADER SANSAR CHOLE . TO BANK ATHOBA POST OFFICE MARFAT JE SUD AMRA PI TA KI HARAM .

    1. আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।
      আপনার প্রশ্নে উল্লেখিত M.I.S.(Monthly Income Scheme) পদ্ধতিটি সম্পূর্ণ সূদ ভিত্তিক। তাই সেখানে টাকা রেখে লাভ গ্রহণ করা সম্পূর্ণ সূদ। আর সুদ হারাম হওয়ার ব্যাপারে তো কুরআন-হাদীসে অসংখ্য প্রমাণ বিদ্যমান। যেমন: আল্লাহ তায়ালা বলেন:
      ۗ وَأَحَلَّ اللَّـهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
      “আল্লা’হ তা’আলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন।” (বাকারা: ২৭৯)
      তিনি আরও বলেন:
      يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّـهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ ﴿٢٧٨﴾ فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّـهِ وَرَسُولِهِ ۖ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ
      “হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যে সমস্ত বকেয়া আছে, তা পরিত্যাগ কর, যদি তোমরা ঈমানদার হয়ে থাক। অতঃপর যদি তোমরা পরিত্যাগ না কর, তবে আল্লাহ ও তাঁর রসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও।” (সূরা বাকারা: ২৭৮-২৭৯)
      لعن رسول الله صلى الله عليه و سلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء
      রাসূল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম যে নিজে সুদ খায়, অন্যকে খাওয়ায় যে তা লখে বা যারা স্বাক্ষী থাকে সকলর উপর আল্লাহর অভিশাপ।” (সহীহ মুসলিম, অধ্যায়, যে সুদ খায় বা অন্যকে সুদ খওয়ায়, হাদীস নং ১০৬, মাকতবা শামেলা)

      সুতরাং আপনার আব্বার জন্য আবশ্যক হল, উক্ত টাকা তুল নেয়া এবং তা ব্যবসায় খাটানো বা অন্যান্য লাভজনক কোন কাজে ব্যবহার করা। মানুষ হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করল আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করেন। আর আপনাদের উচিৎ আপনাদের পিতাকে সুদের ভয়াবহতার ব্যাপারে বুঝিয় তা থেকে বাঁচানোর চেষ্টা করা। আল্লাহ যেন আমাদেরকে হালাল অর্থ উপাজর্ন করার তাওফীক দান করেন এবং হারাম থেকে রক্ষা করেন। আমীন।
      আল্লাহ আপনাকে ভাল রাখুন।

  7. Muhammad Noor Alam

    Really I am very glad to see that kind of web-site ,,,and we are getting everything here with sohi sunnah and with dolil ,,,,Abdulla hil hadi brother thanks ,,,,May Allah Bless you,,,protect you all kind of Mahjabi Motua,,,,,,,
    Brother I am in khobar area….InsaAllah one day we will meet ,,,
    ZazakAllah ,,,,

  8. Muminur Rahman

    Assalamu Alaikum,
    Dear Sir,
    At first i pray to Almighty Allah that today i have found this website which is very useful for me to know the correct Islamic concept. May Allah help me to learn Quran and Sahih Hadith and let me implement these in my life.

    Sir,
    I want to send you about 250 questions regarding my life. I am in a deep need to know the Masaala from your Salafi persons. If you want to answer me these questions then I will send it in attachment file as MS Word format. I have already composed these questions. But I cannot rely our local persons (Imam, Muhaddis, Olama etc.) as most of them are filled with the idea of Mazhab. I don’t like mazhab. I want to modify my life with Quran and Sahih Hadith.

    So, kindly let me know your opinion if you want to answer these large volume of questions. All the answer must have the reference of accurate Tafsir of Quran and Sahih Hadith. You may also publish a book with these important questions.

    Thanks,

    Muminur Rahman
    Dhaka, Bangladesh
    Mobile : +88-01718-660131.

    1. ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
      সুপ্রিয় ভাই, আপনার প্রশ্নগুলো পাঠাতে পারেন। ইনশাআল্লাহ যথাসম্ভব উত্তর দেয়ার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  9. অতুলনীয় একটি সাইট দেখলাম। এ পর্যন্ত যতসাইট দেখেছি তার মধ্যে আমাকে খুব আকর্ষন করেছে এ সাইটটি। এত তথ্যবহুল এত সুন্দর Interface আগে কোথাও দেখিনি। ধন্যবাদ না দিয়ে পারছিনা যিনি এ সাইটটি ডিজাইন করেছেন। অসংখ্য ধন্যবাদ।

    1. যাবতীয় প্রশংসা আল্লাহর প্রাপ্য।
      আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তায়ালা আপনাকে খুব ভাল রাখুন।

  10. Assalamu Alaikum,
    Brother,
    I like your website very much as it publishes the authentic thoughts of Islam. I request you that kindly post any Articles in your website in PDF format. PDF format is easy to download and store in our PC so that we can read it later.

    So, please post any kind of Articles in PDF format and let me download and let me transfer to my frieds.

    Thanks,

    Muminur Rahman
    Dhaka

    1. সুপ্রিয় আমীর হোসাইন দুলাল ভাই,
      আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
      হ্যাঁ ভাই। প্রবাস জীবনে ডিউটির পাশাপাশি ইন্টানেটে দাওয়াতী কাজ করার যথাসাধ্য চেষ্টা করছি। দুআ করবেন আল্লাহ তায়ালা যেন প্রাণ প্রিয় ইসলামে যথা সম্ভব সেবা করার তাওফীক দান করেন।

  11. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!!
    মুহতারাম, মনে কিছু নিবেন না। অন্যান্য সাইট যে কিতাবগুলো আপলোড করেছে আপনিও তাই করেছেন। যেমন- অন্যান্য সাইটগুলো ইসলামী ফাউঃ বাংলাদেশ এর কিতাব, ইসলামী সেন্টার কিতাবগুলো আপলোড করেছেন। আপনারা যদি তাওহীদ প্রকাশনীর বুখারী, মুসলিম ও অন্যান্য হাদীস কিতাবগুলো আপলোড করেন, তাহলে সাধারণ মানুষ এর জন্য অত্যন্ত সহজ হবে। কারণ ঐ প্রকাশনীর হাদীস নম্বর মূল আরবী হাদীস নাম্বারের সাথে মিল আছে। অনুরোধ, বাংলায় অনুবাদ মুখতাসারুল কুদুরী কিতাবখানা আপলোড করুন। আল্লাহ আপনাকে এবং আপনার টিমকে অবশ্যয় উত্তম প্রতিদান দান করবেন। আমীন।।

    1. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।
      হ্যাঁ ভাই। এখানে প্রদত্ব হাদীসের কিতাবগুলো অন্যান্য সাইট থেকে সংগ্রহ করা। নিজস্বভাবে কোন কিতাব এখনো আপলোড করতে পারি নি। তবে ইনশাআল্লাহ আপনার পরামর্শ অনুযায়ী উক্ত কিতাবগুলো আপলোড করার চেষ্টা করব।
      আপনার সুন্দর পরামর্শের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।

  12. Muminur Rahman

    Assalamu Alaikum Wa Rahmatullah,
    Sir,
    Hope this finds you well by the mercy of Almighty Allah.

    I want to send you the questions regarding Islam (250+ questions). But in which e-mail ID I will send you the questions?

    Please let me know your e-mail address which you check regularly.

    And also just send me an e-mail in my e-mail address.

    Zazakallahu Khairan

    Muminur Rahman
    Dhaka
    Bangladesh

  13. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!!
    মুহতারাম, আমি নামাজ সংক্রান্ত বিষয়ে ‘রাফয়িল ইয়াদাইন ও উচ্চস্বরে আমীন বলার ব্যাপারে ছয়টি হাদীস গ্রন্থ থেকে সংকলিত তথ্যাদি একত্রিত করে একটি পূর্ণাঙ্গ লিপিকা তৈরী করেছি। যদি আপনি আপনার সাইটে প্রকাশ করেন, অবশ্য প্রকাশের আগে অবশ্যই আপনি পড়বেন বা যাচাই-বাছাই করবেন। ভাল মনে হলে প্রকাশ করবন। আর যদি আমার কোন প্রকার ভুল পরিলক্ষিত আমাকে দয়া করে জানাবেন। অনুমতি দিলে আপনার ইমেল এ লেখাটি পাঠাব। অপেক্ষায় রইলাম।

    এম, এইচ, নোবেল
    দোহা, কাতার

    1. ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
      প্রিয় ভাই,আপনার সংকলনের কথা শুনে খুশি হলাম।
      আপনার সংকলনটি আমার ইমেইলে পাঠান। ইনশাআল্লাহ মানসম্মত হলে অবশ্যই সালাফী বিডিতে প্রকাশ করা হবে।
      সুতরাং অনতিবিলম্বে পাঠিয়ে দিন আমার এই abuafnan12@gmail.com ঠিকানায়।
      পাঠানোর পর এখানে জানিয়ে দিবেন প্লিজ।

      1. আসসালামু আলাইকুম!
        মুহতারাম, আপনার অনুমতিতে লেখাটি পাঠালাম। আপনি লেখাটি পড়ে দয়া করে জানাবেন। যাজাক আল্লাহু খায়রান।

        1. প্রিয় নোবেল ভাই, জাযাকাল্লাহু খাইরান। আপনার লেখাটি পেলাম। ইনশাআল্লাহ দেখে পরবর্তীতে সালাফী বিডিতে প্রকাশ করার চেষ্ট করা হবে। সঙ্গেই থাকুন।

      1. আপনি ফেসবুকে গ্রুপ তৈরি করে দাওয়াত প্রচার করছেন জেনে খুশি হলাম। দুআ করি আল্লাহ তায়ালা আপনার এ কাজ কবুল করুন এবং এ জন্য আপনাকে উত্তম প্রতিদানে ভূষিত করুন। হ্যাঁ, আপনার গ্রুপে আমি যোগ দেয়ার চেষ্টা করছি। ধন্যবাদ।

  14. As-salamu alaikum wa rahmatullahi wa barakatuhu!
    SK Abdullah Al hadi,
    In reference to your web site link for Tanzil Quran translate in Bangla by Mohiudding Khan.

    Could you kindly let me know about Mohiudding Khan e. i. Is he the person who translated Quran for Saudi Arabia which is bring to a close by Saudi Government?

    1. আপনার মতামতের জন্য ধন্যবাদ। আসলে মাও: মুহিউদ্দীন খাঁন কর্তৃক অনুদিত তাফসীরে বেশ কিছু সমস্যা আছে। তবে আমার জানা মতে তরজমার ক্ষেত্রে তেমন উল্লেখ যোগ্য সমস্যা নাই। তাই তরজমা থেকে আমরা উপকৃত হতে পারি। ইনশাআল্লাহ দারুস সালাম কর্তৃক প্রকাশিত তাফসীরটি সংগ্রহ করা হয়েছে। অচিরেই সে তাফসীরটি সংযোজন করা হবে। জাযাকাল্লাহু খাইরান।

    2. Assalamu alikum, thank u very much Sk Abdullah Al- Hadi brather, i am evreday Creating. i like that wen i am reading new new hadis abaut islam also lat of interresting.i pray to allah given mor mor and nolage.sokran zazakalla kahiran.

  15. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!!!
    মুহতারাম, অত্র সাইটের কলাকুশলী এবং সকল ভিজিটরকে জানাই রামদানুল মোবারক! হাদী সাহেব অদ্যাবধি আমার লেখাটি প্রকাশ করা হয়নি, আমার লেখার কোন সমস্যা থাকলে জানাবেন। যাজাক আল্লহু খায়রান!

    এম, এইচ, নোবেল।

    1. সম্মানিত নোবেল ভাই, দু:খিত এ জন্য যে, আমি অত্যন্ত ব্যস্ত থাকায় আপনার লেখাটায় হাত দিতে পারি নি। অপেক্ষা করার জন্য ধন্যবাদ। অনুগ্রহ পূর্বক ধৈর্য করুন। ইনশআল্লাহ অচিরেই আপনার লেখাটা প্রয়োজনীয় সংশোধনী করে প্রকাশ করা হবে।
      জাযাকাল্লাহু খাইরান।

  16. Mohammed Abdulhaque

    আস্সালাম, আমার ব্লগে যাওয়ার জন‍্য অনেক ধন‍্যবাদ।

  17. আসসালামুয়ালাইকুম,
    হাদি ভাই,

    দেওবন্দি আর বেরলবি দের আকীদা নিয়ে কোন পোস্ট করেন.আর বই লিখেন ভাই.

    শেখ রাসেল মাহমুদ
    বাংলাদেশ>>মুনশিগঞ্জ.

    1. দেওবন্দী আকীদা সম্পর্কে জানতে মতিউর রহমান মাদানীর এই ভিডিওটি দেখতে পারেন।
      http://www.youtube.com/watch?v=_qzv9_QodlY&feature=related
      আর বেরলভীদের আকীদা সম্পর্কে দেখতে পারেন এই ভিডিওটা:
      http://www.youtube.com/watch?v=HcSBPL37E40
      কোন ইসলাম প্রিয় ভাই যদি স্বেচ্ছায় এ ভিডিওগুলোতে আলোচিত তথ্য ও প্রমাণ নির্ভর বিষয়গুলো তাদের মূল বইয়ের সাথে মিলিয়ে দেখে লিখিত আকারে প্রকাশ করে তবে আমার মনে হয় খুব ভাল হয়। এ কাজটি খুব জটিল নয়। তবে বই আকারে প্রকাশের আগে উক্ত শাইখের সাথে আলোচনা করে নিতে হবে। আশা করি কোন ভাই এ কাজে এগিয়ে আসবেন। ধন্যবাদ।

  18. as salamualicom,
    amar apner kache prosno hosse jay amader bangladesh a balo balo olamay keram achen ja kob balo boktobu kore.jemon nurul islam olipore.woner sob khota balo lage kinto sobi melad pore.abar tabliq ar beparey.ai besoay bolben ke.
    ame kawser dubai takay.

    1. ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই, আসলে কে কত বেশি ইলম রাখে বা কত বড় বক্তা বা কত বড় পাগড়ী পরেন…এসব দিয়ে ইসলাম যাচাই করা যাবে না। আলেম দিয়ে ইসলাম যাচাই নয় বরং ইসলাম দিয়ে আলেম যাচাই করতে হবে। কুরআন সুন্নাহ যদি তথাকথিত মীলাদ বা বিদআতী কার্যক্রমকে সমর্থন না করে তবে কে তা পালন করছে বা করছে না সেটা সামনে উপস্থাপন করা আদৌ সমিচীন কি? সুতরাং আসুন, আমরা সকলে কুরআন-হাদীসের বিশুদ্ধ আমলগুলোকে গ্রহণ করি আর সব ধরণের অস্পষ্ট ও দলীল বিহিন আমলকে বর্জন করি। আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।

  19. আস্সালামু আলাইকুম সম্মানিত পরিচালক সাহেব। আপনি শাইখ নাসিরুদ্দিন আল আলবানি কর্তৃক রচিত সিলসিলাওয়া জায়ীফা এর বাংলা অনুবাদ এবং ডঃ আবদুল্লাহ জাহাংগীর কর্তৃক রচিত হাদীসের নামে জালিয়াতি বইদুটির PDF আপলোড করতে পারবেন?

    1. ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
      প্রিয় ভাই, আমার জানামতে সিলসিলা যঈফা গ্রন্থটির সামান্য কিছু অংশ অনুবাদ করা হয়েছে কিন্তু তা আমার সংগ্রহে নাই। আর ডঃ আবদুল্লাহ জাহাঙ্গীর এর উক্ত বইটি সম্পর্কে আমার জানা নাই। ধন্যবাদ।

  20. rushjewel@yahoo.com

    Assalamualaikum
    Muhtaram,
    Apna k onek thanks eto sundor sundor sothik aakidar bisoy amader k janiye dewar jonno.ami nijey onek upokrito hoyechi ae site theke.
    ekta question j Bangladeshey ki apnader kono offic aachey?ami aro onek bisoye jante apnader sathey jogajog korte chai.
    Allah apnake aaro hekmot dan korun!!Ameeen.

  21. Assalamualikum,

    Bhai,
    Amader deshey onek lok shirk abong kabira gunah kore thake jokhon tader sontan (baby) bhumisto (born) hoy.
    Amader Ma bonera tader sontan k BOD NOZOR (evil eye) theke bachanor jonno jaler kathi (peace of steel from fishing net), Kalo suta abong aro onek kichu miliye sisutir golay bedhey dey jate se bod nozor theky rokka pay.
    Jodi ai bisoye ekta lekha post korten tahole amra aro upokrito hote partam.
    Allah apnake tawfiq dan korun! Ameen.

  22. salafibd web site onek darun boi paoya jae. kintu ami agula kotha thake bangladesh a boi akare kinte parbo. jodi doya kore email koren tahole kritoggo thakbo.

  23. Ruhul Amin Rubel

    ধন্যবাদ ইসলামী সাইটটি করার জন্য। এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি। আল্লাহ আমাদের সহায় হোক।

  24. My son’s name is Farhan Islam Mahin age 6 Years but the meaning of Mahin is not right. Now i change the name Mahin. How the proceeding of islamic way to change the name. Pls inform me.

    Best regards
    Khalekuzzaman

  25. আসালামুঅলাইকুম .. ধন্যবাদ এই ইসলামি সাইট কে আর দোওয়া করি সেই বন্ধু দের যাদের সুবাদে এই সাইট টির খবর পেয়েছি । ফেসবুকে আপনাদের একটি পেজ খোলা দরকার । তাহলে মনেহয় আরও উপকার হবে ইসলামের । যদিও এটা আমার ব্যাক্তিগত মতামত । আপনাদের মতামত জানালে খুসি হব ।

  26. Hadi vai,
    Assalamualaikum.
    Ei ramadane Tokyo te amader ekjon Hafej Alem dorkar jini Bangla o Urdute parodorshi. Parben ki parbenna doya kore taratari janan.

  27. Syed asad uz zaman minar

    সালাফি অর্থ কি ?আমরা সবাই তো মুসলিম তাহলে আমরা সালাফি পরিচয় দিব কেন ,সালাফি যারা পরিচয় দেয় তারা আল্লাহ ও রাসুল(স:) নির্দেশিত পথে চলে ,সালাফি সম্পর্কে বিস্তারিত জানাবেন.

  28. hadi vai apni ki dhaka jatra bari madrashai lekhapora koracen naki ar apniki jubayair abong rohmat vai ar boro vai naki jodi hon tahole janaben ami apnar shoto vai rohmat vai ar friend.

  29. السلام عليكم و رحمة الله و بركاته

    তাওহীদের গুরুত্ব (আরবি ও বাংলা অনুবাদ)
    শাইখ সালেহ বিন ফাওযান আল-ফাওযান

    http://www.archive.org/download/TawheederGurutto/TawheederGurutto1.mp3

    http://www.archive.org/download/TawheederGurutto/TawheederGurutto2.mp3

    http://www.archive.org/download/TawheederGurutto/TawheederGurutto3.mp3

    (Right click and press save target as)

    أخوكم: أكرم
    a.hoque@cars-connect.co.uk

  30. মাওলানা মুহাম্মাদ আব্দুর রহিমের বেশ কয়েকটি ভাল বই রয়েছে যা উনি তার শেষ কালে লিখেছিলেন গণতন্ত্র,পুঁজিবাদ ইত্যাদির বিরোধিতা করে ও সত্যিকার নির্ভেজাল(গণতন্ত্র ও জাতীয়তাবাদহীন) ইসলামী বিপ্লব,ইসলামী রাষ্ট্র তথা খিলাফাহ এর পক্ষ নিয়ে।বইগুলো ৮০র দশকে লেখা হলেও এখনো সময়োপযোগী।বইগুলো এখন সহজে বাজারে পাওয়া যায় না।(বইগুলোর কথা বার্তা বর্তমান জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের সম্পূর্ণ বিপরীতধর্মী হওয়ায় সম্ভবত আর ছাপানো হয় না।আল্লাহু আ’লাম) আপনারা বইগুলো পড়ে দেখেন।এরপর সম্ভব হলে আপনাদের ওয়েবসাইট এ আপলোড করবেন আশা করি ইনশাআল্লাহ।বইগুলর লিঙ্ক ১।গণতন্ত্র নয় পুরনাঙ্গ বিপ্লব http://www.mediafire.com/?wk919ci6acp5wcx ২।প্রচলিত রাজনীতি নয় জিহাদই কাম্য http://www.mediafire.com/?0dnrhtnzvab5ifc ৩।বাংলাদেশের মুসলমানরা মজলুম ও মাহরুম http://www.mediafire.com/?bixl22911gwax3l ৪। গণতান্ত্রিক ব্যবস্থা ও শুরায়ী নিজাম by মাওলানা মুহাম্মাদ আব্দুর রহিম http://www.mediafire.com/?dr6sbkautvmv64g ৫।ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্যby মাওলানা আব্দুর রহিম http://www.mediafire.com/?j4b6bgtz5ab5noz too.jazakallahu khairan. http://www.mediafire.com/?w

  31. বিংশ শতাব্দীর ইসলামী আন্দোলনের বিপ্লবী কন্ঠস্বর ও আপসহীন তাওহীদবাদী উস্তাজ সাইয়েদ কুতুব (রাহ:) তাঁর এই বইটিতে ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যেসকল বাধা বিপত্তি ও সংকটের সৃষ্টি হয় সেগুলোর যথাযথ কারণ এবং কোর’আন ও সুন্নাহর আলোকে সেগুলোর সমাধান তুলে ধরেছেন। বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেক ইসলামি আন্দোলনের কর্মীর জন্য এ বইটি অবশ্যপাঠ্য।বইটি আপনাদের ওয়েবসাইট এ আপলোড করার অনুরোধ রইল।

    ডাউনলোড লিঙ্ক : http://www.mediafire.com/?rgal26vwor10aca

  32. আস্সালামুআলাইকুম।
    জনাব,
    এই বই গুলো আপনাদের ওয়েব সাইটে আপলোড করতে পারবেন কি না। যদি আপনাদের মন মত হয় এবং আপলোডে কোন প্রকার অসুবিধা না হয়, পূর্বের পোস্টিং থেকে কিছু বই মুছে গেছে তাই নিচের লিংকে এই সব গুলা বই পাওয়া যাবে। আমি বাংলা ইসলামী কয়কটা বই স্ক্যানিং করে অনেক পরিশ্রম করে পরিষ্কার ঝকঝকে করে PDF করেছি ই-বোকে পড়ার জন্য, প্রতিটা পরিবারের জন্য এই বই গুলা খুবই জরুরী আমি মনে করি। সম্মানীত পাঠক বৃন্দ আপনারা কেহ ডাউনলোড করতে এই নিচের লিংক থেকে করতে পারবেন! জাযাকুমুল্লাহু খায়ের।
    Asan Fiqah (1) Bangla (L) pdf
    Link:- http://www.mediafire.com/view/?u27za9gdwh7guu9

    Hadiser Aloke Manob Jibon (1)
    Link:- http://www.mediafire.com/view/?jildd4mp0368eaw

    Adyae Masnunah (Bangla Dua Book) pdf
    Link:- http://www.mediafire.com/view/?r2exs42t548gf2o

    Tajwid Bangla pdf
    Link:- http://www.mediafire.com/view/?7n4bj77clc2ibwh

    Qaydah Bangla (The Arabic Alphabet) pdf
    Link:- http://www.mediafire.com/view/?xweijf3rxb2d7jd

    Prayer Time Paris – 2013 – Method UOIFLink:- http://www.mediafire.com/view/?5ccp12fbuym081f

  33. দুঃখিত পূর্বের লিংক পরিবর্তন হয়ে গেছে তাই নতুন লিংক দিলাম Date.12/04/2013 আস্সালামুআলাইকুম।
    জনাব,
    এই বই গুলো আপনাদের ওয়েব সাইটে আপলোড করতে পারবেন কি না। যদি আপনাদের মন মত হয় এবং আপলোডে কোন প্রকার অসুবিধা না হয়, পূর্বের পোস্টিং থেকে কিছু বই মুছে গেছে তাই নিচের লিংকে এই সব গুলা বই পাওয়া যাবে। আমি বাংলা ইসলামী কয়কটা বই স্ক্যানিং করে অনেক পরিশ্রম করে পরিষ্কার ঝকঝকে করে PDF করেছি ই-বোকে পড়ার জন্য, প্রতিটা পরিবারের জন্য এই বই গুলা খুবই জরুরী আমি মনে করি। সম্মানীত পাঠক বৃন্দ আপনারা কেহ ডাউনলোড করতে এই নিচের লিংক থেকে করতে পারবেন! জাযাকুমুল্লাহু খায়ের।

    MideaFire My Upload Link:-
    1. Asan Fiqah (1) Bangla (L) pdf
    Link:- http://www.mediafire.com/view/?datpndko67bnod9
    2. Hadiser Aloke Manob Jibon (1)
    Link:- http://www.mediafire.com/view/?u3kzkg74q3qokle
    3. Adyae Masnunah (Bangla Dua Book) pdf
    Link:- http://www.mediafire.com/view/?vdyi1umd49oj701
    4. Tajwid Bangla pdf
    Link:- http://www.mediafire.com/view/?naft7uu0b08fttf
    5. Qaydah Bangla (The Arabic Alphabet) pdf
    Link:- http://www.mediafire.com/view/?csvmmn71h4m3phy
    6. Prayer Time Paris – 2013 – Method UOIF Link:-http://www.mediafire.com/view/?rbpqiq3n97dad46

  34. আস্সালামুআলাইকুম।
    জনাব,
    আমি বাংলা ইসলামী কয়েকটা বই স্ক্যানিং করে অনেক পরিশ্রম করে পরিষ্কার ঝকঝকে PDF করেছি ই-বোকে পড়ার জন্য, প্রতিটা পরিবারের জন্য এই বই গুলা খুবই জরুরী আমি মনে করি। এই বই গুলো আপনাদের ওয়েব সাইটে আপলোড করতে পারবেন কি না। যদি আপনাদের মন মত হয় এবং আপলোডে কোন প্রকার অসুবিধা না হয়, সম্মানীত পাঠক বৃন্দ আপনারা কেহ ডাউনলোড করতে এই নিচের লিংক থেকে করতে পারবেন! জাযাকুমুল্লাহু খায়ের।
    MideaFire My Upload Link:-
    1. Asan Fiqah (1) Bangla
    Link:- http://www.mediafire.com/view/?datpndko67bnod9
    2. Hadiser Aloke Manob Jibon (1)
    Link:- http://www.mediafire.com/view/?u3kzkg74q3qokle
    3. Adyae Masnunah (Bangla Dua Book)
    Link:- http://www.mediafire.com/view/?vdyi1umd49oj701
    4. Tajwid Bangla
    Link:- http://www.mediafire.com/view/?naft7uu0b08fttf
    5. Qaydah Bangla (The Arabic Alphabet)
    Link:- http://www.mediafire.com/view/?csvmmn71h4m3phy
    6. Prayer Time Paris – 2013 – Method UOIF
    Link:- http://www.mediafire.com/view/?rbpqiq3n97dad46
    Am Para -30-
    Link:- http://www.mediafire.com/view/?u4i6z4d1mb4rqlj

  35. আস্সালামুআলাইকুম।
    জনাব,
    আমি বাংলা ইসলামী কয়েকটা বই স্ক্যানিং করে অনেক পরিশ্রম করে পরিষ্কার ঝকঝকে PDF করেছি ই-বোকে পড়ার জন্য, প্রতিটা পরিবারের জন্য এই বই গুলা খুবই জরুরী আমি মনে করি। এই বই গুলো আপনাদের ওয়েব সাইটে আপলোড করতে পারবেন কি না। যদি আপনাদের মন মত হয় এবং আপলোডে কোন প্রকার অসুবিধা না হয়, সম্মানীত পাঠক বৃন্দ আপনারা কেহ ডাউনলোড করতে এই নিচের লিংক থেকে করতে পারবেন! জাযাকুমুল্লাহু খায়ের।
    1. Asan Fiqah (1) Bangla
    Link:- http://www.mediafire.com/view/?datpndko67bnod9
    2. Hadiser Aloke Manob Jibon (1)
    Link:- http://www.mediafire.com/view/?u3kzkg74q3qokle
    3. Adyae Masnunah (Bangla Dua Book)
    Link:- http://www.mediafire.com/view/?vdyi1umd49oj701
    4. Tajwid Bangla
    Link:- http://www.mediafire.com/view/?naft7uu0b08fttf
    5. Qaydah Bangla (The Arabic Alphabet)
    Link:- http://www.mediafire.com/view/?csvmmn71h4m3phy
    6. Prayer Time Paris – 2013 – Method UOIF Link:-http://www.mediafire.com/view/?rbpqiq3n97dad46
    7. Am Para -30-
    Link:- http://www.mediafire.com/view/?u4i6z4d1mb4rqlj
    8.Bengali Meaning of the Quran sura names
    Link:- http://www.mediafire.com/view/?tce1o73a79u16gw

  36. একজন বাংলাদেশী

    আসসালামুআলাইকুম।

    বাংলাদেশে কোয়ান্টাম মেথড ও এর সাথে ইসলামের সরাসরি সংঘর্ষ নিয়ে একটি লেখা লিখেছিলাম। দয়া করে লেখাটি পরে আপনার সাইটে পাবলিশ করবেন কি? লেখাটি পাওয়া যাবে এখানে – http://somewhereinblog.net/blog/goba

    ধন্যবাদ।

    Assalamualaikum,

    can you please publish and spread an article written about the conflicts of Quantum method and Islam? The article is here – http://somewhereinblog.net/blog/goba

    Thank you.

  37. আসসালামু আলাকুম,
    আমাকে জানাবেন কি Ahmadiyya Muslim Community(কাদিয়ানি) ও ইমাম মাহাদিদের সম্পকে আল-কুরান ও সহিহ হাদিস কি বলা আছে? আল-কুরান ও সহিহ হাদিস এর দলিল দিলে আমি অনেক উপকিরত হতাম।

    ধন্যবাদ

  38. ar-raheeq al-makhtum ṣafī al-raḥmān mubārakfūrī
    The Life History Of Muhammad(SAW)]. Front Cover … Ṣafī al-Raḥmān Mubārakfūrī
    bangla pdf — pleas via

  39. আসসালামু আলাইকুম । অতিসত্তর ডিজিটাল বাংলা হাদীস টিম এর নতুন সংস্করণ বের হচ্ছে এই বার সম্পূর্ণ বুখারী সংযুক্ত করা হয়েছে কোন ধরনের মিসিং ছাড়া এইবার বুখারী তাহক্বীক্ব এড করা হয়েছে । এইবার islamhouse.com এ নতুন সংস্করণটি এড করা হবে। শাহরিয়ার ভাই (01840102613) (যিনি এই গ্রুপ এর প্রধান) আমাকে বলেছেন আপনাদের সাথে যোগাযোগ করতে আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটে আমরা আপলোড করতে দিব ইনশাল্লাহ । এইবার বাংলা, ইংরেজী ও আরবী তে সার্চ করা যাবে। এবং বাংলা এর সাথে আরবী গুলো সংযুক্ত করা হয়েছে। আমাকে জানাবেন ভাই।আমি গোলাম সারোয়ার জালাল (01818871264) আপনারা আমার ই-মেইল এও জানাতে পারেন। । জাযাকাল্লাহু খায়রান।

  40. এমন একটি সাইটের এড্রেস চাইছি যেখানে প্রশ্ন করে বিভিন্ন মাসয়ালা
    দলিল ভিত্তিক পেতে পারি ৷

  41. বরাবর,
    আব্দুল্লাহিল হাদী
    লিসান্সঃ মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদী আরব
    (আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ)
    দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদী আরব
    বিষয়: কবর স্থানের উপর মসজিদ তৈরীর বিষয়ে কুরআন এবং হাদিসের আলোকে সমাধানের জন্য লিখিত ফতোয়ার আবেদন।
    জনাব,
    বিনীত নিবেদন এই যে, আমরা পাবনা জেলার আটঘরিয়া, উপজেলার, চাঁদভা ইউনিয়নের হাপানিয়া গ্রামের বাসিন্দা। আমরা মৌখিক ভাবে ওয়াকফ করা কবর স্থান যে কবরস্থানে মানুষ মাটি দেওয়া হচ্ছে প্রায় ৮০/৯০ বছর ধরে এই রকম জায়গা মসজিদের নামে রেজিষ্ট্রি করে নিয়ে সেই কবর গুলোর হাড়-হাড্ডি সেখান থেকে উত্তোলন না করে বরং কবর গুলো ঐ অবস্তাতেই রেখে দিয়ে তার উপর ৩ ফুট মাটি দিয়ে উচু করে কবরগুলো মাটির নিচে চাপা দিয়েছি এবং মসজিদের পিলার করতে গিয়ে মাটি খনন করার সময় যে সমস্ত হাড়-হাড্ডি পাওয়া গেছে সে সমস্ত হাড়-হাড্ডি গুলোও আবার ঐ কবরের মধ্যেই চাপা দিয়েছি এবং সেখানে প্রায় ৬০ লক্ষ টাকার প্লান করে ২০০৮ সালে একটি জুময়া মসজিদ তৈরীর কাজ শুরু করি কিন্তু মসজিদের এখনও অনেক কাজ বাদ রয়েছে। প্রায় ৩০ লক্ষ টাকা খরচ করে শুধু মাত্র ছাদ, মেঝে এবং গিরিলের দরজা, জানালা লাগিয়ে নামাজ পড়ার মত একটা পরিবেশ তৈরী করা হয়েছে এখনও রং প্লাস্টার, টাইস এ সমস্ত সকল কাজ বাদ রয়েছে। এবং এতদিন ধরে আমরা সেই মসজিদে নামাজও পড়ে আসছি। এখন এই মসজিদে আমদের নামাজ সঠিক হবে কিনা, (অথচ ঐ কবরস্থান ছাড়াও মসজিদের পাশে মসজিদ করার মত অনেক বড় জায়গা রয়েছে যে জায়গাটুকুও মসজিদের নামে রেজিষ্ট্রি করা সেখানে কোন কবরও নাই সেই জায়গায় মসজীদ না করে কবরস্থানের উপর মসজীদ করেছি) এই বিষয়টির সঠিক সমাধান পাওয়ার জন্য আপনার বরাবর মসজিদ তৈরীর জায়গা বিষয়ে লিখিত তথ্য পেশ করলাম। আমাদের লিখিত তথ্যাদি পড়ার পড়ে কুরআন এবং হাদিসের উপর ভিত্তি করে সঠিক সমাধান দিতে আপনার সদয় মরজি হয়।
    লিখিত তথ্য
    আমাদের গ্রামে আজ থেকে প্রায় ৮০/৯০ বছর আগে নামাজ পড়ার জন্য নির্ধারিত কোন মসজিদ এবং মানুষ মারা গেলে মাটি দেওয়ার জন্য নিরধারিত কোন কবরস্থানের জায়গা ছিলো না। ঠিক সেই সময় মেছের জোয়াদ্দার নামে একজন ব্যক্তি ইসলামী শরিওত মোতাবেক তাহার নিজস্ব একটি জমি মসজিদ ও কবরস্থান বরাবর আলাদা-আলাদা ভাবে উল্লেখ করে মৌখিক ভাবে ওয়াকফ করে দেয় (কিন্তু সেই ওয়াকফের লিখিত কোন প্রমান নাই) । তার ওয়াকফ করা মসজিদের জায়গার উপর প্রথমে একটি ছোট মসজিদ ও তার পাশে ওয়াকফ করা কবরস্থানের উপর একটি কবরস্থান জমির মালিক নিজেই তৈরী করে দেয় এবং মানুষ মারা গেলে সেই কবরস্থানে মানুষকে মাটি দেওয়া হয় কিন্তু জমির মূল মালিক মেছের জোয়াদ্দারের মৃত্যুর পর তার দুই সন্তান মো: ওসমান গণি জোয়াদ্দার এবং ছোট সন্তান মো: আব্দুল গণি জোয়াদ্দার তার সমস্ত জমি জমার ওয়ারিশ হন।
    তারা ওয়ারিশ হওয়ার পর আবার নতুন করে মসজিদ এবং কবরস্থানের সমস্ত জায়গা প্রায় ৩০ বছর পর শুধূ মসজিদ বরাবর সরকারী আইন অনুযায়ী ১৯৭০ সালের দিকে লিখিত দলিল করে দেয় কিন্তু যদিও দলিল করে দেয় দলিল করে দেওয়ার পরেও আবার নতুন করে গ্রামের জনগন ঐ কবরস্থানে কবর দেওয়ার কাজ যথানিয়মে চালাতে খাকে এবং রেজিস্ট্রি করে দেওয়ার পরে সেই কবরস্থানে যাদেরকে মাটি দেওয়া হয় তাদের মধ্যে গ্রামের প্রধানদের কবরও রয়েছে তার প্রমাণ সরুপ তাদের কবর এখনও নতুন যে মসজিদ করা হয়েছে সেই মসজিদের ভিতরে কিছু অংশ এবং মসজিদের বাইরে কিছু অংশ বিদ্যমান রয়েছে।
    এবং এছাড়াও অনেক মানুষ সেখানে মাটি দেওয়া হয়েছে। মাটি দিতে দিতে এমন একটি অবস্থান তৈরী হয়ে গিয়েছিলো যে, সেখানে আর কবর দেওয়ার কোন জায়গা ছিলো না আবার নতুন করে ঐ কবরস্থানে মাটি দিয়ে ভরাট করে নতুন কবর দেওয়ার কাজ শুরু হয়। সবার শেষে যে কবরটি দেওয়া হয় সেটা হলো মসজিদ তৈরীর মাত্র ৫ বছর আগে অর্থাত ২০০৪ সালে। কিন্তু ১৯৭০ সালেই আমাদের গ্রামে আবার একটা নতুন কবরস্থান তৈরী করা হয় এবং সেখানে ১৯৭০ সাল থেকে শুরু করে বতর্মানেও সেখানে মানুষ মাটি দেওয়া হচ্ছে আমাদের এই পুরাতন কবরস্থানে মানুষ মাটি দেওয়ার আর প্রয়োজন নাই। তাই আমাদের পুরাতন জামে মসজিদটি সংস্কার ও বড় করার জন্য পুরাতন মসজিদের সবটুকু জায়গা বহাল না রেখে কবরস্থানের সকল কবরগুলো খনন না করে কবর গুলো ঐ অবস্থাতেই রেখে দিয়ে তার উপর নতুন করে ৩ ফুট মাটি দিয়ে উচু করে অনেক বড় একটি মসজিদ তৈরী করেছি এবং নামাজও পড়ছি।
    এখন আমার প্রশ্ন হলো:
    ০১।শরীয়তের বিধান অনুযায়ী ওয়াকফ সহিহ বা বৈধ হওয়ার জন্য মৌখিক ওয়াক্ফই যথেষ্ট নাকি রেজিষ্ট্রি করা জরুরি? এ বিষয়ে জানতে চাই?
    ০২।যদি কোরআন এবং হাদিসের নিয়ম অনুযায়ী নতুন করে আবার মসজিদ এবং কবরস্থানের সমস্ত জায়গা শুধূ মসজিদ বরাবর সরকারী আইন অনুযায়ী ওয়ারিশদের লিখিত দলিল করে দেওয়ার নিয়ম থাকে তাহলে মসজিদের পাশে যে অনেক ফাকা জায়গা পড়ে রয়েছে সে জায়গাটুকুও মসজিদের নামে রেজিষ্ট্রি করা, অথচ সেই জায়গায় মসজিদ না করে কবরস্থানের উপর আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ তৈরী করেছি এবং নামাজ পড়ছি এখন সেই মসজিদে নামাজ পড়লে নামাজের সঠিক হক আদায় হবে কিনা?
    ০৩।আর মসজিদ তৈরীর সময় ঐ সমস্ত সকল কবরগুলো খনন না করে, শুধু মাত্র পিলার করার জন্য যে জায়গাটুকু খনন করার দরকার সেই জায়গাটুকু খনন করেছি এবং সেখানকার যে হাড়-হাড্ডি গুলো পাওয়া গেছে সে হাড়-হাড্ডি গুল্ওো অন্য জায়গা না সড়িয়ে সেই কবরের মধ্যেই তার মানে মসজিদের নিচে চাপা দিয়েছি আর বাঁকি শত শত কবরগুলো কবরগুলো ঐ অবস্থাতেই রেখে দিয়ে সমস্ত কবরগুলো গোটা মসজিদের মেঝের নিচে চাপা দিয়ে মসজিদ করেছি এবং এতদিন ধরে এই ভাবেই সেই মসজিদে আমরা নামাজও পড়ছি এখন আমাদের নামাজ হবে কিনা?
    ০৪।আর যদি গ্রামের সকল জনগন একমত হয়ে মসজিদের মেঝ ভেঙ্গে ফেলে দিয়ে ঐ সকল কবরের হাড়-হাড্ডি তুলে ফেলে অন্য কবরস্থানে দাফন করে তারপর নতুন করে মেঝে তৈরী করে নামাজ পড়ি তাহলে সে কাজটি করা উত্তম হবে কি না এ বিষয়ে জানতে চাই?
    ০৫।আর যদি আমরা হাড়-হাড্ডি না তুলে ঐ অবস্থাতেই নামাজ পড়ি এবং এ রকম অবস্থায় মসজিদ করে নামাজ পড়া শরিয়তের বিধান অনুযায়ী বিলকুল জায়েজ কিনা এ বিষয়ে জানতে চাই?
    অতএব, জনাবের নিকট বিনীত অনুরোধ আমাদের উপরোক্ত বিষয়গুলো ভাল ভাবে পড়ে ও বুঝে আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিক ভাবে দিয়ে আমাদের এই সমস্যার সমাধান করে দিতে আপনার সহানুভূতি কামনা করছি।
    নিবেদক
    গ্রাম বাসীদের পক্ষে
    মো: আব্দুল হাই
    গ্রাম: হাপানিয়া
    উপজেলা: আটঘরিয়া
    জেলা: পাবনা।
    (বিঃদ্রঃ আমাদের উপরোক্ত ০৪ টি প্রশ্নেরে উত্তর হাওলা সহ আলাদা আলাদা ভাবে দিবেন, তাহলে আমাদের প্রত্যেকটি বিষয়ে জানা হবে এবং আমরা খুব উপকৃত হব এবং এই প্রশ্নের উত্তরের ১ কপি যদি কুরিয়ার ও পোষ্টের মাধ্যমে পাঠাতেন তাহলে আমরা সারা জীবন আপনার কৃতজ্ঞতা স্বীকার করতাম।

  42. আমরা শুধু প্রশ্ন গুলো দেখতে পাচ্ছি। উত্তর গুলো যদি দেখতে পেতাম তাহলে সবাই উপকৃত হতো কারন এরকম সমস্যা অনেকেরই থাকে

  43. মুহতারাম,

    আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতুহ।

    মুকিম অবস্থায় ভাগে কোরবানী সম্পর্কে দুই ধরনের মতামত লক্ষ্য করা যাচ্ছে আলেমদের পক্ষ থেকেঃ
    ১- যাহারা মুকিম অবস্থায় ভাগে কোরবানী করার পক্ষে ননঃ-
    • সফর অবস্থায় গরু/উটে সাত/দশ জন শরীক হয়ে কোরবানী করতে পারবে এবং
    মুকিম অবস্থায় গরু/উটে সাত/দশ জন শরীক হয়ে কোরবানী করতে পারবে না মর্মে হাদীস বা তাদের মতামত গুলো পয়েছি।

    ২- যাহারা মুকিম অবস্থায় ভাগে কোরবানী করার পক্ষেঃ-
    • মুকিম অবস্থায় গরু/উটে সাত/দশ জন শরীক হয়ে কোরবানী করতে পারবে এ মর্মে হাদীস / সঠিক দলিল গুলো চাচ্ছি।

    আশাকরি উত্তর লিখে আমাকে সহযীগিতা করবেন।

    ধন্যবাদ

    আব্দুল কুদ্দুছ
    আল-ওয়াতানিয়া
    বুরাইদাহ, আল-কাসিম
    সৌদি-আরব।
    মোবাইলঃ ০৫০ ৭১৭ ৯৮ ৭৩

  44. আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতুহ।
    যে সকল আলেমগণ “”ইসলামী ব্যাংক নিয়ে ইসলামী দৃষ্টিকোণ থেকে গভেষনা করেছেন, তাদের নিকট আমার প্রশ্নঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ বা অন্যান্য ইসলামী নামে যে সকল ব্যাংক বাংলাদেশে রেয়েছে সেগুলো কি সম্পূর্ন সুদমুক্ত এবং গ্রাহকদের তারা কিভাবে বা কিসের উপর ভিত্তি করে মুনাফা দিয়ে থাকেন? বিস্তারীত জানালে উপকৃত হতাম। আল্লাহ্‌ আপনাদের সকলকে সুস্থ ও ভাল রাখুন। আব্দুল কুদ্দুছ, বুরাইদাহ আল-কাসিম,
    সৌদি আরবঃ মোবাইলঃ ০৫০ ৭১৭ ৯৮ ৭৩.

  45. আমি “Misyar Marriage” সম্পর্কে আপনাদের মতামত কুরআন ও হাদিসের আলোকে জানতে চাই। আমার জানামতে, সৌদিআরব এর উলামারা একে হালাল বলেছেন। দয়া করে জানাবেন।

  46. প্রশ্নটা আমার এক ভাই করেছেন।
    আমি ১২ বছর আগে আমার মামাত বোনকে বিবাহ করি। আমাদের ৩ টি সন্তান আছে। সাম্পতি আমি জানতে পারি যে, আমার শাশুড়ি আমার স্ত্রীকে জন্ম দেওয়ার সময় অনেক অসুস্থ হয়ে পড়ে। যার করণে আমার স্ত্রী আমার বড় বোনের স্তন্য পান করে। অর্থাৎ আমার স্ত্রী আমার বড় বোনের স্তন্য পান করেছে। আমাদের বিবাহ কি শুদ্ধ হয়েছে? না হলে আমাদের করণীয় কি?

  47. ইসলামের দৃষ্টিতে টাকা দিয়ে সেক্স করা জায়েজ কি না ! টাকা দিয়ে সেক্স করলে তার গুনা কি !

  48. আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতুহ।
    কেমন আছেন?

  49. ্নাইম

    আল্লাহর নাম পাঠ করলে কি কি ফজিলত আছে ?

  50. জায়ীফা নামের পূর্ন অর্থ জানাবেন দয়াকরে।

  51. আসসালামু আলাইকুম
    আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন ।আপনি আমাকে চিনবেন না । আমার একটু সাহায্যর প্রয়োজন তাই আপনার শরনাপন্ন হলাম যদি দয়া করে একটু সাহায্যর হাত বারিয়ে দেন তাহলে চির কৃতজ্ঞ হব,
    আমার ছেলে বয়স ১৪ এবছর এ লেবেল শেষ করবে তাই আমার ছেলের ইচ্ছা মক্কা অথবা মদিনা অথবা আরবের কোন দেশে ইসলামিক ইউনিভার্সিটি তে পরাযুনা করার তাই আমরা অনলাইন এ অনেক বার এপ্লাই করেছি কোন উত্তর পাইনি । আপনার কাছে পরামর্শ চাচ্ছি কিভাবে কি করতে হবে যদি দয়া করে একটু সহযোগিতা করেন । আমি কোরআন সুন্নাহ উয়েবচাইটের নিয়মিত পাঠক তাই আমার মনে হল আপনি যেহেতু সৌদিতে থাকেন তাই হয়ত ভাল পরামর্শ দিতে পারবেন, আমার ছেলে ক্লাস সেভেন থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ইসলামি স্কুলে পরেছে এবং এখন কলেজে পরছে । লন্ডনে ভাল ইসলামিক কোন কলেজ না থাকায় ইংলিশ কলেজে পরালেখা করতেছে । যদি দয়া করে জানান তাহলে খুবই উপকৃত হব । মক্কা অথবা মদিনায় আমাদের আত্মিয় বা পরিচিত কেউ না থাকায় আপনাকে কষ্ট দিচ্ছি। কি ভাবে কি করতে হবে দয়া করে জানাবেন ।
    লন্ডন থেকে,

  52. মুহতারাম শাইখ.
    আস সালরামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
    আশাকরি ভাল অাছেন। শাইখ আব্দুল কাফী ভাইয়ের সঙ্গে কথা হয়েছে দুইদিন আগে। উনার উসূলুল ঈমান বইটি আপনার ডাউনলোড অপশনে পেলাম না। দয়া করে অঅমাকে ইমেইল করবেন।
    জাযাকাল্লাহু খাইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *