শুরু হচ্ছে 'অনলাইন হজ্জ কোর্স ২০১২ইং'

শুরু হচ্ছে ‘অনলাইন হজ্জ কোর্স ২০১২ইং’

“আর এ ঘরের হজ্ব করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য; যে লোকের সামর্থ রয়েছে এ পর্যন্ত পৌছার।”
(আলে ইমরান: ৯৭)

সম্মানিত মুসলিম ভাও ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
হজ্জ ইসলামের ৫টি স্তম্ভের ৫ম স্তম্ভ। যারা মক্কা পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে আল্লাহ তায়ালা তাদের প্রতি জীবনে একবার হজ্জ ফরজ করেছেন। হজ্জ আল্লাহর দরবারে গৃহীত হলে তার প্রতিদান একমাত্র জান্নাত। এর মাধ্যমে জীবনের সকল পাপরাশী আল্লাহ তায়ালা ক্ষমা করে দেন। তা মুসলিম ঐক্য ও সংহতির প্রতিক। এই অবারিত কল্যাণের বার্তা নিয়ে হজ্জ ২০১২ আমাদের দার প্রান্তে উপস্থিত। চতুর্দিকে চলছে হজ্জের প্রস্তুতি। এই প্র্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী মুসলমানদের উদ্দেশ্যে শুরু হচ্ছে অনলাইন হজ্জ কোর্স ২০১২।

  • কোর্স শুরুর তারিখ: ৬ অক্টোবর ২০১২ইং
  • মেয়াদ: দুই সপ্তাহ (সপ্তাহে চার দিন)
  • বার: শনি, রবি, সোম ও মঙ্গলবার
  • সময়:(বাংলাদেশ সময়) ৬:৩০মি. থেকে ৭:৩০মি. পর্যন্ত।
  • অনলাইন ভ্যানু: আই ই আর এফ ভয়েস চ্যাট
  • খরচ: ফ্রি
  • শিক্ষক: শাইখ কাসেম বিন আব্বাস
  • উল্লেখ্য যে, উক্ত কোর্সে অংশ গ্রণকারী সকলের নিকট হজ্জ কোর্সের সিলেবাস বিনামূল্যে সরবরাহ করা হবে ইনশআল্লাহ।

কোর্সে অংশ গ্রহণ করতে এই লিংকে ক্লিক করুন: http://ierf.me/voicechat/

এটি একটি ভয়েস চ্যাটরুম। এতে প্রবেশ করতে আপনাকে সর্ব প্রথম আপনার নাম, আপনার পছন্দের পাসাওয়ার্ড ও একটি ইমেইল আইডি দিয়ে রেজি: করতে হবে। তারপর রেজি:কৃত নাম ও পাসওয়ার্ড ব্যবহার করে এতে লগইন করতে হবে।
এটির সার্বিক ব্যবহার পদ্ধতি জানতে চাইলে অনুগ্রহ পূর্বক এই ভিডিও ক্লিপটি দেখুন:

[youtube=http://www.youtube.com/watch?v=e1TXkqpC6Fs]

উক্ত কোর্স সবার জন্য উন্মুক্ত। সুতরাং এতে নিজে অংশ গ্রহণ করুন এবং অন্যকেও উৎসাহিত করুন।
অনুগ্রহ পুর্বক এই তথ্যটি আপনার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের নিকট শেয়ার করুন। জাযাকুমুল্লাহু খাইরান।

বই ডাউনলোড: হজ্জ, উমরা ও যিয়ারত

 

0 thoughts on “শুরু হচ্ছে 'অনলাইন হজ্জ কোর্স ২০১২ইং'”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *