Android ফোনে হজ্জের বিধিবিধান সম্পর্কিত একটি চমৎকার বাংলা Application: ‘ধাপে ধাপে হজ’

সম্মানিত ভাই ও বোনেরা, আসসালমু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হজ্জ ইসলামের পাঁটি স্তম্ভের অন্যতম। এই হজ্জ সম্পাদনের নিয়ম-কানুনগুলো সহীহ সুন্নাহ মোতাবেক জেনে নেয়া অত্যন্ত অপরিহার্য।
 তাই বাংলাভাষী হাজীদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে একটি অ্যান্ড্রয়েড App।


এতে হজের যাবতীয় কার্যাবলির ছবির সাহায্যে ধাপে ধাপে বর্ণিত হয়েছে।

অ্যাপটি তৈরি করেছে islaamlight আর তা সৌদি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত ভিডিও লেকচার থেকে সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে। (সাইজ: ২২৯ মেগাবাইট)
Appটি ডাউনলোড করতে ক্লিক করুন-  Google Play Store
অথবা আপনার মোবাইলের Play store প্রবেশ করে সার্চে লিখুন hajj step by step bangla অথবা islaamlight তাহলে অন্যান্য কয়েকটি এপ্লিকেশনের মধ্যে পেয়ে যাবেন আপনার কাঙ্খিত এপ্লিকেশনটি। তাহলে আর আর দেরী নয়; এখনি এটি ডাউনলোড করে নিয়ে ঘরে বসেই নিজে নিজে হজের একটা কোর্স সেরে ফেলুন!
সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজী সাহেবগণ ইতোমধ্যে পবিত্র মক্কায় উপস্থিত হয়েছেন। আল্লাহ তায়ালা তাদের হজ্জ কবুল করুন। আমরা তাদের সুস্থাস্থ, নিরাপত্তা ও ঈমান সমৃদ্ধ জীবন কামনা করছি।

0 thoughts on “Android ফোনে হজ্জের বিধিবিধান সম্পর্কিত একটি চমৎকার বাংলা Application: ‘ধাপে ধাপে হজ’”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *