‘কিয়ামতের আলামত’ এর ব্যাপারে একটি নির্ভরযোগ্য বই সংগ্রহ করুন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রাণপ্রিয় ভাই, ইতোপূর্বে সালাফী বিডিতে বেশ কিছু মূল্যবান ইসলামী বই দেয়া হয়েছে এবং সেগুলো পাঠকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে আলহামদুলিল্লাহ। তার ধারাবাহিকতায় আজ আপনাদেরকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বইয়ের পিডিএফ ভার্সন দেয়া হল। বইটির নাম: কিয়ামতের আলামত। লিখেছেন, সুযোগ্য শাইখ আব্দুল্লাহ বিন শাহেদ। পৃষ্ঠা সংখ্যা ১৪৩। বইটি এ বিষয়ে এক কথায় অসাধারণ। প্রতিটি বিষয়ে কুরআন ও হাদীস থেকে রেফারেন্স উল্লেখ করা হয়েছে।

  • বইটি (PDF) ডাউনলোড  করতে চাইলে এখানে ক্লিক করুন।
  • ওয়ার্ড ফাইল ডাউনলোড ককরতে চাইলে এখানে ক্লিক করুন।

উল্লেখ্য যে, এ বইটি সৌদী আরবের জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার এর পক্ষ থেকে ছাপিয়ে হাজার হাজার কপি বিতরণ করা হয়েছে। আশাকরি বইটি থেকে আমরাও উপকৃত হব। আল্লাহ আমাদেরকে দ্বীন সম্পর্কে সঠিকভাবে জানার এবং তা মানার তাওফীক দান করুন।

0 thoughts on “‘কিয়ামতের আলামত’ এর ব্যাপারে একটি নির্ভরযোগ্য বই সংগ্রহ করুন”

  1. মোশাররফ হোসাইন

    Most important book. We have to read & try to understan what is kiyamoter Alamot………

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *