ঘরে বসে কুরআন শিখুন

AL-QURAN Pictures, Images and Photos ঘরে বসে কুরআন শিখুন

আসসালামু আলাইকুমওয়া রাহমাতুল্লাহ

আমাদের মধ্যে যারা ছোটকালে আরবী শিক্ষা করতে পারেন নি। বা যাদের এখনো কুরআন শরীফ দেখে দেখে পড়ার সৌভাগ্য অর্জন করা সম্ভব হয় নি অথচ বিভিন্ন কারণে পরবর্তিতে আর সুযোগ হয়ে উঠে নি তাদের জন্য arabicplayhouse.com   ওয়েবসাইট টি সৌভাগ্যরর অর্জনের মাধ্যম হয়ে উঠতে পারে। এমন কি এটা আপনার শিশুটির জন্য কুরআন শিক্ষার  ক্ষেত্রে ‘হোম টিউটোর’ হিসেবে ভূমিকা পালন করবে।

এখানে ৬টি ধাপে কুরআন শিক্ষা দেয়া হয়েছে। প্রতিটি ধাপেই আছে আরবী উচ্চারণ, একটি জিনিস বার বার উচ্চারণের সুবিধা, আছে পরীক্ষার ব্যবস্থা।

১ম ধাপ: আরবী হরফের সাথে পরিচয়  

২য় ধাপ: যবর, যের, পেশ, তানবীন ইত্যাদি শিক্ষা

৩য় ধাপ: কোন অক্ষর অন্য অক্ষরের সাথে যুক্ত হলে তা দেখতে কেমন হবে সেটার পরিচয়

৪র্থ ধাপ: কখন একটা অক্ষর আগের অক্ষরের সাথে মিলিত হয়ে একবার উচ্চারণ হবে এবং কখন দু বার উচ্চারণ হবে।

৫ম: অক্ষরগুলো পরস্পর মিলিত হলে তা উচ্চারণের নিয়ম।

৬ষ্ঠ ধাপ: কুরআন শিক্ষা।

তবে বলে রাখা আবশ্যকে যে, পবিত্র কুরআন বিশুদ্ধভাবে শিখতে চাইলে যে কোন একজন দক্ষ কুরআন শিক্ষকের নিকট শিখতে হবে।

বি: দ্র:

) ওয়েব সাইটটি খুলার সাথে সাথে ‍ Adobe Shockwave Player  টি সয়ংক্রিয়ভাবে ডউনলোড করতে বলা হবে। এই প্লেয়ারটি ডাউলোড করুন।

 ২) ওয়েব সাইটটা খোলার পর এক ধাপ থেকে আর এক ধাপে যেতে একটা হালকা মিউজিকে আওয়াজ আসে। সেটা নিচের প্রশ্ন বোধক চিহ্নের (?) উপর ক্লিক করে মিউজিক অপশনটা আনচেক করে দিলে আর মিউজিক শুনা যাবে না।

নিচে প্রগ্রামটির স্ক্রিনশট তুলে ধরা হল:

মূল পৃষ্ঠাঃ

১ম ধাপ: আরবী হরফের সাথে পরিচয়ঃ

  

২য় ধাপ: যবর, যের, পেশ, তানবীন ইত্যাদি শিক্ষাঃ

৩য় ধাপ: কোন অক্ষর অন্য অক্ষরের সাথে যুক্ত হলে তা দেখতে কেমন হবে সেটার পরিচয়ঃ

৪র্থ ধাপ: কখন একটা অক্ষর আগের অক্ষরের সাথে মিলিত হয়ে একবার উচ্চারণ হবে এবং কখন দু বার উচ্চারণ হবে।

৫ম: অক্ষরগুলো পরস্পর মিলিত হলে তা উচ্চারণের নিয়মঃ

৬ষ্ঠ ধাপ: কুরআন শিক্ষা।


ওয়েবসাইটটিতে প্রবেশ করতে এখানে ক্নিক করুন।

0 thoughts on “ঘরে বসে কুরআন শিখুন”

    1. ধন্যবাদ।
      অনুগ্রহ পূবর্ক পোস্টটি ভাল করে পড়ুন। সেখানে লেখা আছে কিভাবে মিউজিক বন্ধ করা যায়।
      “২) ওয়েব সাইটটা খোলার পর এক ধাপ থেকে আর এক ধাপে যেতে একটা হালকা মিউজিকে আওয়াজ আসে। সেটা নিচের প্রশ্ন বোধক চিহ্নের (?) উপর ক্লিক করে মিউজিক অপশনটা আনচেক করে দিলে আর মিউজিক শুনা যাবে না।”
      ভাল থাকবেন।

  1. ানিসুল হাক, আয়ারল্যানড

    Assalamualikum Dear Brother
    Quraner bangla tafseer in your website who is the author actually cause its look like Ashraf ali Tanvi ra but after listening Sk Matiur Rahman Madanir lacture Deobond Aqeeda we shuld’nt even read any of his work.This so called ulamas they actually responsible for all this bidha & shirk in the subcontinent May Allah show us the right path Jajakallah

  2. khob balo lagacha quraner bangla tafseer ar tar satha balo lagacha bangla waz sk matiur rahman madanir akida o bedio cd thanks for you thanks salafibd wuybsaet or jajakallah khara

  3. As salamu alaikum.
    Arbi language sikha,kotha bolar jonno kono website software dile bhalo hoto.bengali version hole bhalo hoi.ply ata den.

  4. আল্লাহ্ আপনাকে ও আপনাদের উপর রহম করুক, কেননা যারা ইসলামের দাওয়াত
    সহী হাদীস ও কুরআন দিয়ে দেয়।

  5. জহিরুল ইসলাম পলাশ. Zahirul Islam Polash.

    আললাহ আপনাদের এই মহতী উদ্যোগকে কিয়ামত পর্যন্ত কবুল করুন এবং এটাকে পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমীন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *