একজন মুসলিমের ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত?

প্রিয় বন্ধু, মুসলিম হওয়া নি:সন্দেহে বিরাট সৌভাগ্যের ব্যাপার। ইসলাম আমাদের গর্ব। ইসলাম আমাদের মর্যাদার প্রতীক। এর মাধ্যমেই  এ পার্থিব জগতে যেমন শান্তি ও সাফল্য পাওয়া যাবে ঠিক তদ্রূপপরকালিন জীবনে পাওয়া যাবে জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা। কিন্তু আজ অনেক মুসলিম পরিচয় দিতে হীনমন্যতায় ভোগে। এর কারণ, ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকা। ইসলামের সৌন্দর্য মণ্ডিত দিকগুলোর ব্যাপার ওয়াকিবহাল না থাকা। যার কারণে তার মাঝে ইসলামি ব্যক্তিত্বের ছোঁয়া পরিলক্ষিত হয় না। অত:এব আসুন, আমরা ইসলামী জীবন আদর্শকে বুকে ধারণ করি এবং সেই আলোকে গড়ে তুলি আমাদের লাইফ স্টাইল এবং ব্যক্তিত্বকে।

এখানে একজন মুসলিমের ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত সে ব্যাপার কয়েকটি পয়েন্টে তুলে ধরা হল:

  • মুসলিম ব্যক্তি সর্বদা সত্য কথা বলবে। মিথ্যা কখনই বলবে না।
  • সে কখনো প্রতারণার আশ্রয় নিবে না। সে হবে বিশ্বস্ত এবং  আস্থা ভাজন।
  • সে অগোচরে কারো সমালোচনা করবে না বা কারো সম্পর্কে খারাপ মন্তব্য করবে না।
  • সে হবে সাহসী। কাপুরুষতাকে সে ঘৃণা করবে।
  • ন্যায়ের পক্ষে সে অত্যন্ত দৃঢ়তার পরিচয় দিবে। সত্য এবং বাস্তব ব্যাপারে দ্বিধা হীনভাবে  নিঃসংকোচে কথা বলবে।
  • সে হবে ন্যায়-নিষ্ঠাবান যদিও এতে তার ক্ষতি হয় বা তার বিপক্ষে যায়।
  • সে অন্যের অধিকারে কখনো হস্তক্ষেপ করবে না।
  • কেউ তার প্রতি অন্যায় করুক বা জুলুম করুক তা ও সে কখনই বরদাস্ত করবে না।
  • সে হবে শক্তিশালী। অন্যের পক্ষ থেকে সে লাঞ্ছনার শিকার হতে আদৌ রাজি নয়।
  • মুসলিম ব্যক্তি সব কাজে বিজ্ঞজনদের পরামর্শ নিবে। আর সিদ্ধান্ত নিয়ে ফেললে মহান আল্লাহর প্রতি ভরসা রেখে সিদ্ধান্তে অবিচল থাকবে।
  • সে তার উপর অর্পিত দায়িত্ব যথাসাধ্য পূর্ণাঙ্গ রূপে পালন করবে।
  • সে হবে বিনয়ী এবং দয়ালু। ভালো এবং জনকল্যাণ মূলক কাজ নিজে করবে এবং অন্যকে তা করার প্রতি উৎসাহিত করবে এবং খারাপ কাজ থেকে দূরে থাকবে এবং অন্যকে তা থেকে নিষেধ করবে।
  • সে আল্লাহর দ্বীনের সাহায্যে সর্বাত্মক চেষ্টা করবে।
  • একজন মুসলিম নারী হিজাব পরিধান করবে এবং পরপুরুষের সামনে নিজেকে পূর্ণাঙ্গরূপে ঢেকে রাখবে।

0 thoughts on “একজন মুসলিমের ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত?”


    1. আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
      আপনাদের উৎসাহ ও পরামর্শ আমাদের পথ চলাকে অনুপ্রাণিত করবে।
      ভাল থাকবেন।

  1. after read this page i can learn so many things.allah bless you.for this kind of advice might be peace in our society. i am very greate full to you.thank you very much.the end abdul alim sikder

    1. আপনাকে অসংখ্য ধন্যবাদ।
      খাঁটি মুসলিম হওয়ার জন্য ইসলামের আদর্শ মোতাবেক জীবনটাকে সাজানোর চেষ্টা করতে হবে।
      তবে আমরা দুনিয়ায় যেমন সুন্দর ও সফল জীবন গঠন করতে পারব পরকালেও আমাদের জীবন সফল ও সুখমায় হবে ইনশআল্লাহ।
      জাযাকাল্লাহু খাইরান।

  2. আনেক দিন ধরে একটি মান সম্পন্ন ইসলামিক সাইট খজছি !! একটি পেয়েছিলা্ও কিন্তু ওটাতে কিছু সমস্যা আছে যা বলতে চাচ্ছি না । এটি প্রচারের জন্য আমি ও আমাদের বন্ধু মহল চেষ্টা করব ।

    আরেকটি কথা , এখানে কি ইসলাম সম্পর্কে উম্মক্ত প্রশ্নের জবাব দেওয়া হবে??? আমার মনে কয়েকটি প্রশ্নের সৃষ্টি হয়েছে ।

    1. প্রিয় ভাই,আপনার মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
      এ সাইটি আপনি সহ আপনার বন্ধু মহল মিলে প্রচার করুন। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান প্রদান করবেন ইনশআল্লাহ । কারণ, আমাদের মূল উদ্দেশ্য নি:স্বার্থভাবে ইসলামের সঠিক কথাগুলো মানুষের নিকট পৌঁছে দেয়া।
      আর হ্যা ভাই, উন্মুক্ত প্রশ্নোত্তরের জন্য একটি আলাদা বিভাগ খোলা হয়েছে। (সাইটটির একদম উপরে লক্ষ্য করুন।) এখানে আপনি ইসলাম সম্পর্কে যে কোন প্রশ্ন করতে পারেন। ইনশআল্লাহ ইসলামী শিক্ষায় শিক্ষিত নির্ভরযোগ্য আলেমগণের সহায়তায় যথাসাধ্য দ্রুত আপনার উত্তর দেয়ার চেষ্টা করা হবে।
      আল্লাহ তায়ালা আপনাকে ভাল রাখুন এই দুয়া রইল।


    1. প্রিয় ভাই, আপনি উপকৃত হচ্ছেন জেনে খুব খুশি হলাম। একজন মানুষও যদি এই সাইট থেকে উপকৃত হয় তবে নিজের পরিশ্রমকে স্বার্থক মনে করব।
      সময় হলেই এই সাইট ভিজিট করবেন এই প্রত্যাশা রইল।
      জাযাকাল্লাহু খাইরান।

    1. সালাফিয়্যাহ নতুন কোন ফিরকা বা মতবাদ নয়। বরং শিরক-বিদআত মুক্ত নির্ভেজাল একটি আহবানের নাম।
      সালাফী সেই ব্যক্তিকে বলা হয় যে সালাফে সালেহীন তথা নবী-সাহাবী ও তাবেঈদের অনুসৃত রীতিকে বিনা নি:র্শতভাবে গ্রহণ করে থাকে এবং সহীহ সনদে প্রমাণিত কোন দলীল পেলে সে ক্ষেত্রে দলীল ছাড়া কোন মাযহাব বা ব্যক্তিকে অনুসরণ যোগ্য মনে করে না। আশা করি, সালাফী সম্পর্কে ভুল ধারণার অপনোদন হবে। জাযাকাল্লাহু খাইরান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *