রামাযান প্রতিযোগিতা ২০১১ এর ফলাফল এবং উত্তর

প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

সালাফী বিডি ডট ওয়ার্ডপ্রেস ডট কম এর পক্ষ থেকে শেষ হল রামাযান প্রতিযোগিতা ২০১১। এতে অংশগ্রহণকারীদের মধ্যে সবোর্চ্চ ১০০ নাম্বার পেয়ে বিজয়ী হন মোট ২৩ জন। নিচে তাদের নাম ও প্রাপ্ত নাম্বার প্রদান করা হল।

বিজয়ীদের নামের তালিকা ও ফলাফল:

ক্রমিক নাম: দেশ মোব: নং(শেষ ৫টি সংখ্যা) প্রাপ্ত নং
জাবেদ ভুইঁয়া বাংলাদেশ ..৪৪০২০ ১০০
নাসির সাওয়ার রাতুল বাংলাদেশ ..৮৯৭২২ ১০০
তারেক এনাম ছিদ্দীকী বাংলাদেশ ..৭৭২৯৮ ১০০
ফারহানা ছিদ্দীকী বাংলাদেশ ..৭৯০৭৩ ১০০
মোহাম্মদ আবু বকর ছিদ্দীকী বাংলাদেশ ..৩০৪৯৩4 ১০০
মো: হাফিজুর রমান বাংলাদেশ ..৪৮৫১১ ১০০
জাকারিয়া খান সৌরভ বাংলাদেশ ..৪১৮৫৭ ১০০
মুহিব্বুল্লাহ নূর আহমদ বাংলাদেশ ..০৬৭১৭ ১০০
আব্দুল আহাদ বাংলাদেশে ..৩২৩২৩ ১০০
১০ রাফিয়া বিনতে মুসেলহ সৌদী আরব ..০৬৪০৮ ১০০
১১ মো: মিজানুর রহমান সৌদী আরব ..৬৮৬৭৭ ১০০
১২ হুসাইন বিন দওলত সৌদী আরব ..৫৭৯১৬ ১০০
১৩ আব্দুল মমিন সৌদী আরব ..২৬৮১৮ ১০০
১৪ আবুল কাশেম সৌদী আরব ..৭৬০২৮ ১০০
১৫ ইমরান হুসাইন সৌদী আরব ..২৬৫০৫ ১০০
১৬ মোশাররফ হোসেন সৌদী আরব ..০৪৯৪০ ১০০
১৭ আবদুস সামাদ সৌদী আরব ..১০৮০৬ ১০০
১৮ মুহাম্মদ রইস উদ্দিন সৌদী আরব ..৪৯৫৯৩ ১০০
১৯ মো: তালহা খালেদ সৌদী আরব ..০০৯৬৬ ১০০
২০ মোহাম্মদ মুকিত খান সৌদী আরব ..১৭১৬০ ১০০
২১ মো: আনওয়ারুল ইসলাম সৌদী আরব ——– ১০০
২২ নূর আলম সৌদী আরব ..৭১৮৫০ ১০০
২৩ আব্দুল আলীম বিন কিয়ামুদ্দীন সৌদী আরব ..৫১৩৫ ১০০

 

উপরোক্ত বিজয়ীগণের মধ্যে যারা বাংলাদেশ থেকে অংশ গ্রহণ করেছেন অথবা বাংলাদেশের নাম্বার দিয়েছেন তাদের মোবাইলে পুরষ্কার হিসেবে তিনশত টাকা এবং সৌদী প্রবাসী প্রতিযোগীদের মোবাইলে বিশ রিয়াল দু এক দিনের মধ্যেই ট্রান্সফার করা হবে ইনশাআল্লাহ।

আরও অনেক প্রতিযোগী মাত্র দুটি বা একটি প্রশ্নের উত্তর ভুল হওয়ায় বিজয়ী হতে পারেন নি।যাহোক, যারা বিজয়ী হয়েছেন বা যারা হতে পারেন নি তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ এবং তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। দুআ করি আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতে প্রকৃত সফলকামীদের অন্তর্ভূক্ত করুন। আমীন।

রামাযান প্রতিযোগিতা ২০১১ইং সঠিক উত্তর পত্রের একটি নমূনা:

১) হিজরী কত সালে মুসলমানদের উপর রামাযানের রোযা ফরজ করা হয়?
উঃ।২য় হিজরী সনে।

২। পবিত্র কুরআনের কোন সূরার কত নাম্বার আয়াতের মাধ্যমে রামাযানের রোযা ফরয করা হয়?
উঃ। সূরা বাকারার ১৮৩নং আয়াতে।

৩। রামাযান মাসের একটি ফযীলত উল্লেখ করুন।
উঃ। বিতাড়িত শয়তানকে এ মাসে শৃঙ্খলাবদ্ধ করা হয়।

৪। রামাযানের রোযার একটি ফযীলত উল্লেখ করুন।
উঃ। রোযা জাহান্নাম থেকে বাচাঁর ঢাল স্বরূপ।

৫। রোযার নিয়ত কিভাবে করতে হবে?
উঃ। রোযার নিয়ত মনে মনে করতে হবে।

৬। লাইলাতুল কদরের একটি ফযীলত উল্লেখ করুন।
উঃ। লাইলাতুল কদরের ফযীলত হল: এ রাতটি এক হাজার মাসের চেয়েও উত্তম।

৭। লাইলাতুল কদরের মর্যাদার ব্যাপারে একটি সূরা আছে সে সূরাটির নাম কী?
উঃ।সূরা কদর।

৮। কুরআন মাজীদ কখন অবর্তীণ হয়? শবে বরাতে না শবে কদরে?
উঃ। কুরআন মাজীদ শবে কদরে অবর্তীণ হয়।

৯। রোযা ভঙ্গের দুইটি কারণ লিখুন।
উঃ। ক) স্ত্রী সহবাস।
খ)খাদ্য বা পানীয় গ্রহণ

১০) রোযা অবস্থায় সফর করলে রোযা ভাঙ্গা জায়েয আছে কি?
উঃ। জায়েয আছে ।

১১। স্বপ্নদোষ হলে রোযা ভঙ্গ হবে কি?
উঃ। স্বপ্নদোষ হলে রোযা ভঙ্গ হবে না।

১২।ধুমপান করলে রযা ভঙ্গ হবে কি?
উঃ। হ্যাঁ হবে।

১৩। মহিলাদের উপর কোন কোন অবস্থায় রোযা রাখা হারাম?
উঃ। হায়েজ ও নেফাস অবস্থায়।

১৪। সাদাকায়ে ফিৎরার পরিমাণ কত?
উঃ। ১ সা পরিমান খাদ্য দ্রব্য (জনপ্রতি)।

১৫। রামাযান মাসে ওমরা আদায় করার ছোয়াব কী?
উঃ। এ মাসে একটি ওমরার সওয়াব একটি হজ্জের সমান।

১৬। অসুখের জন্য রিং, সুতা, তাবিজ-কবজ ইত্যাদি ব্যবহার করা জায়েয কি?
উঃ। এগূলো ব্যবহার করা শিরক।

১৭। সব চেয়ে ভয়াবহ পাপ কোনটি?
উঃ। শিরক।

১৮। ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টি ও কী কী
উঃ। শর্ত ২ টি । ১) ইবাদত আল্লাহর উদ্দেশ্য করতে হবে । ২)রাসূল (সাঃ) এর পদ্ধতী অনুযায়ী করতে হবে।

প্রতিযোগীর নাম: রাফিয়া বিনতে মুসলেহ জুবাইল সিটি, সৌদী আরব।

0 thoughts on “রামাযান প্রতিযোগিতা ২০১১ এর ফলাফল এবং উত্তর”

    1. প্রিয় ভায়েরা, আমি উমরা করার জন্য পবিত্র মাক্কার উদ্দেশ্যে আজ রাওয়ানা দিচ্ছি। ঈদের পরে সবার সাথে কথা হবে ইনশাআল্লাহ। আর পুরস্কার অচিরেই পাঠানোর ব্যাবস্থা হছ্ছে।
      সবাই ভাল থাকবেন এবং আমার জন্য দুআ করবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।

  1. Muhammad Noor Alam

    Alhumdulillah Allah amake sommanito korecen ….
    thanks also bd salafi n Hadi brother,,,,
    Zazak Allah khairan

  2. পুরসকার আমার কাছে বড় কিছু না।১০০% সঠিক উত্তর হয়েছে জেনে খুশি হলাম।

    ধন্যবাদ।

  3. আব্দুল আলীম

    হাদী ভাই, আল্লাহ আপনার সফরকে সহজ করেদিন। পিতা-মাতার খেদতের সুযোগ দিন। আর হ্যাঁ, আপনার সালাফীবিডি পরিবারের সবার জন্য দুআ করতে কিন্তু ভু্লবেন না। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।

  4. আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি ১০০ভাগ সঠিক উত্তর দিতে পেরেছি বলে।

  5. ami akta meyer shathy kota boli ..take ami namaj pora o valo kaj korar kota boli.tar shathy kota bolar jonno amar ki guna hossay ?

    1. প্রিয় রুবেল ভাই, প্রশ্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
      আপনার প্রশ্নের উত্তর হল: যে মহিলাকে বিবাহ করা জায়েয তার সাথে গোপনে কথা বলা জায়েজ নাই। আপনি তার সাথে যে কথাই বলুন না কেন। কেননা, এ ক্ষেত্রে উভয়ের মাঝে ফিতনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জাযাকাল্লাহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *