অনলাইনে রাযামান প্রতিযোগিতা ২০১১ইং

অনলাইনে

রামাযান প্রতিযোগিতা ২০১১ইং

 প্রশ্নপত্রটি ডাউন লোড করতে এখানে ক্লিক করুন।

পিডিএফ ভার্সন ডাউন লোড করতে এখানে ক্লিক করুন।

নিম্নোক্ত প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দিন:

1) হিজরী কত সালে মুসলমানদের উপর রামাযানের রোযা ফরজ করা হয়?

2) পবিত্র কুরআনের কোন সূরার কত নাম্বার আয়াতের মাধ্যমে রামাযানের রোযা ফরয করা হয়?

৩) রামাযান মাসের একটি  ফযীলত উল্লেখ করুন।

৪) রামাযানের রোযার একটি ফযীলত উল্লেখ করুন।

৫) রোযার নিয়ত কিভাবে করতে হবে?

৬) লাইলাতুল কদরের একটি ফযীলত  উল্লেখ করুন।

৭) লাইলাতুল কদরের মর্যাদার ব্যাপারে একটি সূরা আছে সে সূরাটির নাম কী?

৮) কুরআন মাজীদ কখন অবর্তীণ হয়? শবে বরাতে না শবে কদরে?

৯) রোযা ভঙ্গের দুইটি কারণ লিখুন।

১০) রোযা অবস্থায় সফর করলে রোযা ভাঙ্গা জায়েয আছে কি?

১১) স্বপ্নদোষ হলে রোযা ভঙ্গ হবে কি?

১২) ধুমপান করলে রোযা ভঙ্গ হবে কি?

১৩) মহিলাদের উপর কোন কোন অবস্থায় রোযা রাখা হারাম?

১৪) সাদাকায়ে ফিৎরার পরিমাণ কত?

১৫) রামাযান মাসে ওমরা আদায় করার ছোয়াব কী?

১৬) অসুখের জন্য রিং, সুতা, তাবিজ-কবজ ইত্যাদি ব্যবহার করা জায়েয কি?

১৭) সব চেয়ে ভয়াবহ পাপ কোনটি?

১৮) ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টি ও কী কী?

প্রতিযোগিতার নিয়মাবলী:

১) প্রতিযোগিতার ফরমটি ডাউনলোড করে তাতে উত্তর লিখে আমাদের ইমেইল ঠিকানায় পাঠিয়ে দিন। অথবা আলাদা পৃষ্ঠায়  উত্তর লিখে পাঠালেও গ্রহনযোগ্য হবে।

ইমেইল: abuafnan12@gmail.com অথবা  ashahed1975@gmail.com অথবা qasem_jdc@yahoo.com

৩) উত্তর পত্রে আপনার নাম, আন্তর্জাতিক কোড সহ মোবাইল নং এবং ইমেইল লিখুন।

৪) উত্তর পাঠানোর শেষ তারিখ: ২২ আগস্ট, সোমবার ২০১১। ফলাফল ঘোষণা: ২৩ আগস্ট, মঙ্গলবার ২০১১

৫) এক ব্যক্তির জন্য মাত্র একটি উত্তর পঠানো অনুমোদিত।

৬) পুরস্কার হিসেবে থাকছে: প্রত্যেক বিজয়ীর জন্য বিশ রিয়াল বা প্রায় সমমূল্যের মোবাইল ব্যালেন্স।

৭) বিজয়ী নির্বাচিত হলে তার মোবাইল নাম্বার নিশ্চিত হওয়ার পর তাতে বিশ রিয়াল ব্যালেন্স ট্রান্সফার করা হবে। তবে সৌদী আরবের জুবাইল বা তার নিকটস্থ শহরে অবস্থানকারীগণ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে পুরস্কার নিতে পারবেন।

শর্ত থাকে যে, প্রতিযোগীর দেশে সৌদী আরব থেকে ব্যালেন্স ট্রান্সফার যোগ্য হতে হবে। যদি ট্রান্সফার সাপোর্ট না করে তবে পুরস্কার পাঠানো সম্ভব হবে না। মোটকথা, আমরা যথাসম্ভব  পুরস্কার পাঠাতে চেষ্টা করব। সব চেয়ে উত্তম হল যদি সৌদী আরব অথবা বাংলাদেশের নাম্বার দেয়া হয় তবে সহজে তাতে  ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।

৮) বিজয়ী অধিক হওয়ার ক্ষেত্রে লটারীর মাধ্যমে মোট পঁচিশ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ।

৯) অন্যের উত্তর পত্র থেকে কপি-পেস্ট করা হারাম। কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে আমাদের সাথে প্রতারণা করল সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়।” (সহীহ মুসলিম)

সম্মানিত ভাই, পুরস্কার বড় কথা নয় বরং প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে জ্ঞান চর্চা এবং দাওয়াতী কাজে অংশ গ্রহণই গুরুত্বপূর্ণ। আল্লাহ তায়ালা আমাদেরকে ভাল কাজে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়া ও আখেরাতে সাফল্যমণ্ডিত করুন। আমীন।

0 thoughts on “অনলাইনে রাযামান প্রতিযোগিতা ২০১১ইং”

  1. Muhammad Noor Alam

    Hadi bhai ,
    Khub Bhalo ekta procesta ,,,,,
    Allah apnar bran e aro mohot mohot islamic cinta cetonar bikash ghotak,,,,,aamin

  2. আব্দুল আলীম

    আবু আফনান আপনাকে এবং সালাফীবিডির সাথে জড়িত সবাই অনেক ধন্যবাদ । আপনার এ প্রচেষ্টা সত্যিই বাহবা পাওয়ার যোগ্য। যখন বিদআতীরা, বিদআতী অনুষ্টানকে কেন্দ্র করে মানুষকে বিদআতের দিকে ডাকার জন্য প্রতিযোগিতা করে থাকে, সে জায়গায় মানুষকে কুরআন ও হাদীসের দিকে ডাকার জন্য, বিশেষ করে রমযান উপলক্ষ্যে এ প্রতিযোগিতা অনেক গুরুত্বপূর্ণ।
    আর হ্যাঁ, আপনার অনুমতি পেলে, পশ্নপত্র আমার ছাত্রদের মাঝে বিলি করতাম। পরে উত্তর পত্র ইস্ক্যানিং করে পাঠিয়ে দিতাম।
    আল্লাহ তায়ালা আমাদেরকে ভাল কাজে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে তাঁর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়া ও আখেরাতে সাফল্যমণ্ডিত করুন। আমীন।

    1. সম্মানিত আব্দুল আলীম ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ।
      আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়ার তাওফীক দান করুন।
      হ্যাঁ। ইচ্ছা করলে আপনি বিলি করতে পারেন। পরে উত্তর পত্রগুলো স্ক্যান করে পাঠিয়ে দিলেও গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ।
      আল্লাহ তায়ালা আপনার প্রচেষ্টা কবুল করুন। আমীন।

  3. আসসালামু আলাইকুম!!
    মুহতারাম, মনে কিছু নেবেন না। সব সময় আমি আপনাদের সমালোচনা করি। আপনারা সবসময় বিদ’আত এর বিরোদ্ধে লেখেন, কিন্তু অত্র প্রতিযোগিতার প্রশ্নপত্রেই আপনারা এর উৎসাহ দিয়েছেন; যেমন ৮নং প্রশ্ন ‘কুরআন মাজীদ কখন অবর্তীণ হয়? শবে বরাতে না শবে কদরে’ যেহেতু শবে বরাত বলতে শবে বরাত বলতে ইসলামে কোন রাত নেই, সেখানে প্রশ্নটা কেমন হল? আমার মনে হয়; প্রশ্নটা এভাবে হলে ভাল হতো- ‘কুরআন মাজীদ কখন অবর্তীণ হয়? শাবানের মধ্য রাত্রিতে না শবে কদরে’? আপনারাই আমার চেয়ে অধিক জানেন।
    যাজাক আল্লাহু খায়রান।

    নোবেল।

    1. সম্মানিত নোবেল ভাই,
      কোন ব্যক্তি যদি গঠন মূলক সমালোচনা ও পরামর্শ নিয়ে এগিয়ে আসে তবে তার অর্থ হল, তিনিও বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করেন। আপনার এ সমালোচনাকে আমি স্বাগত জানাই।
      হ্যাঁ। ইসলামে শবে বরাত নামে কোন রাত নাই। কিন্তু আমাদের সমাজ শাবানের পনের তারিখকে শবে বরাত নামেই চেনে। সে অর্থেই আসলে শবে বরাত বলা হয়েছে। যেমন, মউযু হাদীস কোন হাদীস নয়। কিন্তু সেটিমানুষের নিকট হাদীস হিসেবে পরিচিত বিধায় তাকে মুহাদ্দেসীনগণ ‘মউযু হাদীস’ হিসেবে উল্লেখ করেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  4. সম্মানিত মুমিনুর রহমান ভাই, আসলে ব্যস্ততার কারণের প্রশ্নের উত্তর দিতে দেরি হওয়ায় দু:খিত। তবে শাইখ আব্দুল্লাহ আল কাফী এর সাথে কথা হয়েছে তিনিও বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করে অপেক্ষা করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ।

  5. আসসালামু আলাইকুম। আমি এ প্রতিযোগীতার খবরটি বিভিন্ন ব্লগে প্রকাশ করে দিচ্ছি ইনশাআল্লাহ যেন আরো বেশী ভাই-বোনেরা এতে অংশ নিতে পারে … অবশ্য আমি নিজেও একজন প্রতিযোগী … 🙂

    1. জাযাকাল্লাহ খাইরান। আমার মনে হয় ভাল হয় শুধু খবরটা প্রকাশ করবেন কিছু নিয়ম কানুন সহ। কিন্তু প্রশ্ন ও বিস্তারিত জানার জন্য লিংক দিয়ে দিবেন।
      ব্লগেই যেন কেউ প্রশ্নের উত্তর না দিয়ে দেয় সেদিকটা লক্ষ রাখবেন।
      আল্লাহ তায়ালা আপনার প্রচেষ্টা কবুল করুন।

  6. আসসালামু আলাইকুম। আমি এ প্রতিযোগীতার খবরটি বিভিন্ন ব্লগে প্রকাশ করে দিচ্ছি ইনশাআল্লাহ যেন আরো বেশী ভাই-বোনেরা এতে অংশ নিতে পারে … অবশ্য আমি নিজেও একজন প্রতিযোগী …

    1. জাযাকাল্লাহ খাইরান। আমার মনে হয় ভাল হয় শুধু খবরটা প্রকাশ করবেন কিছু নিয়ম কানুন সহ। কিন্তু প্রশ্ন ও বিস্তারিত জানার জন্য লিংক দিয়ে দিবেন।
      ব্লগেই যেন কেউ প্রশ্নের উত্তর না দিয়ে দেয় সেদিকটা লক্ষ রাখবেন।
      আল্লাহ তায়ালা আপনার প্রচেষ্টা কবুল করুন।

  7. আসসালামু আলাইকুম। ভাই আপনাদের এখান থেকে অসাধারন কোরআনটি কি ডাউনলোড করা যাবে? যদি করা যায় তা হলে তার সিস্টেম কি একটু বলে দিলে ভালো হতো। ধন্যবাদ।

  8. হাসানুল বান্না

    যিকর এর মত কি হাদীস সার্চ করার কোন সফটওয়ার আছে ?
    থাকলে দয়া করে জানাবেন।
    আল্লাহ আমাদের কে দীন কে বোঝার জন্য আর সহজ করে দিন।
    আমীন।

    1. আমার জানা মতে, বাংলায় হাদীস সার্চ করার জন্য কোন সফটোওয়্যার এখনো আবিস্কৃত হয় নি। তবে আরবীতে এ সম্পর্কীত একাধিক সফট পাওয়া যায়। সেগুলোর অন্যতম হল: মাকতাবা শামেলা। এটি সার্চ সুবিধা সহ কুরআন, তাফসীর, হাদীস এবং ইসলামী বই-পুস্তকের বিশাল কালেকশন। অত:এব অপেক্ষার প্রহর গোণা ছাড়া আর কী করার আছে? হয়ত কখনো কোন সফটোওয়্যার নির্মাতা কোম্পানী এ বিশাল দায়িত্ব নিয়ে এগিয়ে আসবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *