আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
‘রিয়াযুস সালিহীন’ নামক হাদীস সংকলনটির নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কোন প্রয়োজন নেই। এটি অত্যন্ত জনপ্রিয় একটি হাদীস সংকলন। যেটি সংকলন করেছেন ইমাম মুহিউদ্দীন আবু যাকারিয়া ইয়াহয়া ইবন শারাফ আন নাওবী (রহঃ:) (জন্ম: ৬৩১ হি: মৃত্যু: ৬৭৬)। তিনি ইমাম নওবী হিসেবে পরিচিত। ক্ষণজন্মা এই মনিষীর অনেক লিখনির মধ্যে ‘রিয়াযুস সালিহীন’ কিতাবটি অন্যতম। এটি তিনি বুখারী মুসলিম সহ অন্যান্য হাদীসের কিতাব থেকে সংকলন করেছেন। এই কিতাবটি পড়লে একজন মুসলিম তার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় হাদীসগুলো খুঁজে পাবেন। ইসলামের হুকুম-আহকামগুলো জানতে পারবেন সরাসরি হাদীস থেকে। এতেকরে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সাথে তার সম্পর্ক আরও মজবুত হবে এবং উন্নত চরিত্রবান একজন খাঁটি মুসলমান হিসেবে গড়ে উঠবেন।
এ কিতাবটির হাদীসগুলো অধিকাংশই সহীহ বা বিশুদ্ধ তবে এতে এমন কিছু হাদীস আছে যেগুলো বিশুদ্ধ হওয়ার মানদণ্ডে উত্তীর্ণ নয়। এমনকি কয়েকটি জাল হাদীসও আছে। যার কারণে একান্ত প্রয়োজন ছিল কিতাবটি তাহকীক বা যাচাই-বাছায় করা। এ মহান কাজটিও সম্পাদন করেছেন বর্তমান শতকের আরেক দিকপাল, হাদীস গবেষণা জগতের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট মুহাদ্দিস ও আলেমে দ্বীন আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (রহঃ:)। (এছাড়াও তিনি আবু দাউদ, তিরমিযী, নাসাঈ সহ আরও অনেক হাদীসের কিতাব তাহকীক করেছেন এবং হাদীসের কিতাবগুলো থেকে আলাদা করে যঈফ (দুর্বল) ও জাল হাদীসের বিশাল একটি সিরিজ প্রস্তুত করেছেন। অপরপক্ষে সংকলন করেছেন সহীহ বা বিশুদ্ধ হাদীসের বিরাট এক ভাণ্ডার যেগুলো বাংলায় অনুবাদ হওয়া সময়ের দাবী)। বইটি অনুবাদ করেছেন: বিশিষ্ট দাঈ, শাইখ আব্দুল হামীদ ফায়যী, সহযোগিতায় শাইখ আজমাল হুসাইন। (আল্লাহ তাদের সকলকে উত্তম প্রতিদানে ভূষিত করুন)। প্রকাশনায়: তাওহীদ পাবলিকেশন্স, ঢাকা।
সুতরাং তাহকীককৃত রিয়াযুস সালিহীন কিতাবটি (স্ক্যান কৃত) ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (PDF-29.66 MB)।
এরর দেখায় ….
আসসালামুআলাইকুম,,
ভাই আপনাদের দেয়া রিয়াযুস সলিহিন লিংকটা কাজ করে না,দয়া করে একটু দেখবেন কি