
ডাউনলোড করুন পূর্ণাঙ্গ বাংলা তাফসীর
‘তাফসীর আহসানুল বায়ান’
তাফসীরটির সংক্ষিপ্ত পরিচিতি:
- শিরোনাম:তফসীর আহসানুল বায়ান
- ভাষা:বাংলা
- সংকলন :সালাহউদ্দীন ইউসূফ
- সম্পাদক :আব্দুল হামীদ ফাইযী
- প্রকাশনায় :কমিউনিটি কেন্দ্রিক দাওয়াহ ও শিক্ষা প্রচার মূলক সহযোগী অফিস, মাজমাআ
- পৃষ্ঠা সংখ্যা: ১১১৪
সংক্ষিপ্ত বিবরণ:
তাফসীর আহসানুল বায়ান: মূল তাফসীরটি উর্দু ভাষায় শাইখ সালাহুদ্দিন ইউসুফ কর্তৃক রচিত। উর্দু তাফসীরটি সম্পাদনা করেছেন রাহীকুল মাখতুমের বিশ্বখ্যাত লেখক শাইখ সফিউর রহমান আল-মুবারকপুরীসহ বেশ কয়েকজন আলেম; যা পরবর্তীতে মদীনাস্থ কিং ফাহদ কুরআন প্রিন্টিং প্রেস কর্তৃক প্রিন্ট হয়েছে।
– তাফসীরটি উর্দু ভাষায় প্রথম ছাপা হয়েছিল সুবিখ্যাত দারুস সালাম লাইব্রেরীর তত্ত্বাবধানে। তাদের কাছ থেকে বঙ্গানুবাদ ও ছাপার অনুমতি নিয়ে বাংলাভাষী সাউদী আরবে বিভিন্ন দাওয়াহ সেন্টারে কর্মরত বেশ কয়েকজন দা‘ঈ অনুবাদ কর্মটি সম্পন্ন করেন। তারা হলেন:
– তাফসীরটি উর্দু ভাষায় প্রথম ছাপা হয়েছিল সুবিখ্যাত দারুস সালাম লাইব্রেরীর তত্ত্বাবধানে। তাদের কাছ থেকে বঙ্গানুবাদ ও ছাপার অনুমতি নিয়ে বাংলাভাষী সাউদী আরবে বিভিন্ন দাওয়াহ সেন্টারে কর্মরত বেশ কয়েকজন দা‘ঈ অনুবাদ কর্মটি সম্পন্ন করেন। তারা হলেন:
- সফিউর রহমান আর-রিয়াদী, মিরাটস্থ দাওয়া সেন্টারের দা‘ঈ।
- মুহাম্মাদ হাশেম মাদানী, আয-যুলফী দাওয়া সেন্টারের দা‘ঈ।
- মুহাম্মাদ ইসমাঈল মাদানী, রিমাহ দাওয়া সেন্টারের দা‘ঈ ।
- যাকির হোসেন মাদানী, রাবওয়া দাওয়া সেন্টারের দা‘ঈ।
- মুসলেহুদ্দীন বুখারী, হারিমলা দাওয়া সেন্টারের দা‘ঈ।
- শামসুজ্জোহা রহমানী, তামীর দাওয়া সেন্টারের দা‘ঈ।
- হাবীবুর রহমান ফাইযী, আল-মাজমা‘আ দাওয়া সেন্টারের দা‘ঈ।
– বাংলা অনুবাদটির তত্ত্বাবধান ও সম্পাদনা করেছেন আল-মাজমা‘আ দাওয়া সেন্টারের সম্মানিত দা‘ঈ শাইখ আবদুল হামীদ ফাইযী মাদানী সাহেব।
তাফসীরটি ভারতে দু’বার ও বাংলাদেশে একবার ছাপা হয়েছে এবং ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে।
যারা এই অসাধারণ কাজটি করেছেন বাংলাভাষী মুসলমানগণ তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। মহান আল্লাহর নিকট দুয়া করি, তিনি যেন এ তাফসীরের লেখক, অনুবাদক, সম্পাদক
এটি প্রকাশনার সাথে যারা জড়িত এবং বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকে যেন দুনিয়া ও আখেরাতে উত্তম প্রতিদানে ভূষিত করেন। আমীন।
তাফসীরটি পিডিএফ ভার্সন উনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন:
কৃতজ্ঞতা স্বীকার: ইসলাম হাউজ ডট কম (বাংলা)
jajak alloh